“মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অাপনার অবগতির জন্য জানাচ্ছি যে..”

মাননীয় প্রধানমন্ত্রী সমিপেষূ,
‘ওমেন ফর গুড গভর্নেন্স’ (Women for Good Governance) সংক্ষেপে WGG এর পক্ষ থেকে বিশেষ নিবেদন জানাচ্ছি যে, সরকার পরিকল্পিতভাবে ভারতের এর সহেযোগিতায় ও অর্থায়নে (ঋনে) বাংলাদেশের সুন্দবনের প্রান্তদেশে ১৪ কি: মি: এর মধ্যে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যাপারে আমরা বিশেষ উদ্বীগ্ন।
মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অাপনার অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশের বিভিন্ন পরিবেশ আন্দোলনকারী সংস্থা যথা জাতীয় গ্যঅস বিদ্যুত তেল খনিজ সম্পদ রক্ষাকরী কমিটি, বেলা ও অন্যান্য পরিবেশ আন্দোলনকারী ও বিভিন্ন সচেতন নাগরিক সংস্থা প্রথম থেকেই এ প্রস্তাবের বিরোধিতা করে আসছে। আমরাও সেই দলের একটি অঙ্গ।
এই বিদ্যুত কেন্দ্র পরিচলিত হলে এর থেকে নির্গত বিভিন্ন দূষন ও অন্যান্য কার্যক্রমের ফলে সুন্দরবনের অস্তিত্ব বিপন্ন হবে। সুন্দরবনের বিপন্ন মানেই বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন। সুন্দরবন শুধূ বাংলাদেশের এক বিরাট সম্পদ নয়, সমগ্র বিশ্বের সম্পদ ও বটে।এই কারনেই গত ২৪ শে সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত ইউনেস্ক UNESCO এর রামপালের উপর প্রতবেদনে বিস্তারিত ক্ষয়ক্ষতির কথা তুলে ধরা হয়ে।
মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহপূর্বক সমস্ত দেশীবিদেশী নেতিবাচক তথ্য ও ইউনেস্ক এর প্রতিবেদন বিবেচনায় রামপালের কার্যক্রম অচিরেই বন্ধ রাখার জন্য বিশেষভাবে সবিনয় নিবেদন জানাচিছ।
ডাঃ দিলারা চৌধুরী, প্রেসিডেন্ট, WGG
রুবী আমাতুল্লা, সাধারন সম্পাদক, WGG
এই সংক্রান্ত আরো সংবাদ

মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
রাজধানী ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকায় এক যুবককে বাসা থেকে ডেকেবিস্তারিত পড়ুন

‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, “কিছু উপদেষ্টা আছেন যারাবিস্তারিত পড়ুন

শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশেরবিস্তারিত পড়ুন