‘মানবপাচারকারী’ নারীসহ দুই জনকে গ্রেপ্তার
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার শহর থেকে এক গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, তাদের একজন মিয়ানমারের নাগরিক। শুক্রবার রাতে শহরের ঘোনার পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- মিয়ানমারের নাগরিক ও কুতুপালং শরণার্থী ক্যাম্পের (অনিবন্ধিত) বাসিন্দা নুর বেগম (৪০) ও উখিয়ার হলদিয়া পালং এলাকার দিদারুল আলম (৩৫)।
তারা দুই জনই কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। কক্সবাজার সদর থানার এসআই কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, দুই মাস আগে শহরের বাজারঘাটা এলাকা থেকে মোহাম্মদ আলমকে (২৫) অপহরণ করে সাগর পথে মালয়েশিয়ায় পাচার করে ওই দুই জন।
পরে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা আদায় করে তারা। কয়েকদিন আগে এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করে। শনিবার ওই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানান এসআই কাইয়ুম এর আগে সকালে কক্সবাজারের টেকনাফ থেকে তালিকাভুক্ত তিন মানবপাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন