‘মানবপাচারকারী’ নারীসহ দুই জনকে গ্রেপ্তার
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার শহর থেকে এক গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, তাদের একজন মিয়ানমারের নাগরিক। শুক্রবার রাতে শহরের ঘোনার পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- মিয়ানমারের নাগরিক ও কুতুপালং শরণার্থী ক্যাম্পের (অনিবন্ধিত) বাসিন্দা নুর বেগম (৪০) ও উখিয়ার হলদিয়া পালং এলাকার দিদারুল আলম (৩৫)।
তারা দুই জনই কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। কক্সবাজার সদর থানার এসআই কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, দুই মাস আগে শহরের বাজারঘাটা এলাকা থেকে মোহাম্মদ আলমকে (২৫) অপহরণ করে সাগর পথে মালয়েশিয়ায় পাচার করে ওই দুই জন।
পরে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা আদায় করে তারা। কয়েকদিন আগে এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করে। শনিবার ওই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানান এসআই কাইয়ুম এর আগে সকালে কক্সবাজারের টেকনাফ থেকে তালিকাভুক্ত তিন মানবপাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন