বুধবার, নভেম্বর ১২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘মানবাধিকারের কথা বলার আগে গৃহকর্মীর খোঁজ নিন’

মানবাধিকারকর্মীদের উদ্দেশ্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘মানবাধিকারের কথা বলার আগে আপনারা আগে নিজের বাসার গৃহকর্মীর খোঁজ নিন। তারও মানবাধিকার আছে। সে মানবাধিকার যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয়। কোনো কোনো মানবাধিকারকর্মীর বাসাতেই গৃহকর্মীর মানবাধিকার লঙ্ঘিত হয়। তবে সব মানবাধিকারকর্মীর বাসায় এমন ঘটে না।’

রবিবার দুপুরে রাজশাহীর একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে ‘বিভাগীয় শিশু কল্যাণ পরিষদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এক প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘গৃহকর্মীদের নিরাপত্তা দিতে গত বছর একটি নীতিমালা প্রণয়ন হয়েছে। শিগগিরই এটিকে আইনে রূপান্তর করা হবে। কোনো গৃহকর্মীর মানবাধিকার লঙ্ঘন হতে দেয়া হবে না। একজন সরকারি কর্মকর্তার কর্ম ঘণ্টা ৮ ঘণ্টা হলে, একজন শ্রমিক, গৃহকর্মীর কর্মঘণ্টাও ৮ ঘন্টা। এর বেশি কাজ করালে তাদেরকে অতিরিক্ত মজুরি দিতে হবে।’

তিনি আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি দায়িত্ব নেয়ার পর মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিলে অর্থ ছিল ৪৫ লাখ। শনিবার পর্যন্ত এ তহবিলে টাকা এসেছে ১৮৪ কোটি টাকা। ৭৯টি কোম্পানি তাদের মুনাফার অংশ থেকে এ টাকা জমা দিয়েছে। এ টাকা শ্রমিকদের কল্যাণে ব্যায় করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, লাভের একটা অংশ সরকারি কল্যাণ তহবিলে জমা দেয়ার আইন আছে। অনেকেই এ আইন লঙ্ঘন করেন। তিনি দায়িত্ব নেয়ার পর টাকা জমা দেয়ার জন্য কোম্পানিগুলোকে চিঠি দিতে শুরু করেন। তাই টাকার অংক বেড়েছে। তহবিলে টাকা না দিলে কোম্পানির বিরুদ্ধে মামলা করা হবে। বার্ষিক নিরীক্ষার সময় যে কর্মকর্তা টাকা না দেয়া কোম্পানির পক্ষে প্রতিবেদন দেবেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য দেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার মোস্তান হোসাইন, কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমদ, শিশু অধিকার ফোরামের সভাপতি এমরানুল হক চৌধুরী, রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন প্রমুখ।

সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি সৈয়দা মুনিরা সুলতানা।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী তার মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিল থেকে রিনা বেগম নামে এক নারী শ্রমিককে ৩০ হাজার, নুরুল ইসলাম নামে এক শ্রমিককে ২৫ হাজার ও সুমা খাতুন নামে কারখানায় আগুনে পুড়ে নিহত এক শ্রমিকের স্ত্রীকে দুই লাখ টাকার চেক তুলে দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত