মানব মূলধন সূচকে ভারত-পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ

বৈশ্বিক মানব মূলধন সূচকে প্রতিবেশ ভারত ও পাকিস্তান থেকে এগিয়ে গেছে বাংলাদেশ। ২০১৬ সালের রিপোর্ট অনুসারে বাংলাদেশ ৫৭.৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ১০৪ নম্বর অবস্থানে আছে বাংলাদেশ। অন্যদিকে ৫৭.৭৩ পয়েন্ট নিয়ে ১০৫ তম অবস্থানে ভারত। পাকিস্তানের অবস্থান ৫৩.১০ রেটিং নিয়ে ১১৮তে। এ বছর ১৩০টি দেশ নিয়ে চালানো জরিপে এ তথ্য পাওয়া যায়।
অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিক্ষাদান, উন্নয়ন ও প্রতিভার বিকাশে কোন দেশ এগিয়ে যাচ্ছে তার ভিত্তিতে প্রতি বছর বৈশ্বিক মানব মূলধন সূচক প্রকাশ করা হয়। এবারের সূচকে শীর্ষ দেশ হিসেবে রয়েছে ফিনল্যান্ড। ২০১৩ সালের ইনডেক্স অনুসারে দেশটি দ্বিতীয় অবস্থানে ছিল। ৩ বছর আগের সেই রিপোর্টে ভারতের অবস্থান ছিল ৭৮তম। এ বছর বাংলাদেশের অবস্থান ছিল ১১০তম। বাংলাদেশ ৬ ধাপ এগিয়ে ১০৪ নম্বর অবস্থান নিশ্চিত করলেও ভারত পিছিয়েছে ২৭ ধাপ। অন্যদিকে ১১২ নম্বর অবস্থানে থাকা পাকিস্তান পিছিয়েছে ৬ ধাপ।
এই সূচকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে শীর্ষে আছে শ্রীলঙ্কা। ২০১৩ সালের মত এবারও ৫০তম অবস্থান তাদের। অন্যদিকে সূচকে শীর্ষে থাকা পাঁচটি দেশ যথাক্রমে- ফিনল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, জাপান ও সুইডেন। উইফোরাম ডটঅরগ।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন