মানসিকতাই বদলে দিয়েছে তামিমকে
১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উত্থানপতন কম দেখা হয়নি তামিম ইকবালের। তবে সকল সমালোচনা এবং ব্যর্থতাকে পেছনে ফেলে তামিম এখন আছেন ফর্মের তুঙ্গে। তার এই ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় আছে বিগত কয়েক বছর ধরেই। ২০১৫ বিশ্বকাপের আগে ১৫১ ইনিংসে তার সেঞ্চুরিসংখ্যা ছিল ৪, যা এখন বেড়ে হয়েছে ৯।
সম্প্রতি তামিম জানালেন, মানসিকতার পরিবর্তনের কারণেই পারফরমেন্সে ভালো করতে পেরেছেন তিনি।
তামিম বলেন, ‘যখনই আমি দলের পক্ষে ওপেনিং করার সুযোগ পাই, আমি আমার ইনিংস দীর্ঘায়িত করার চেষ্টা করি। এতে দলের লাভ হয়। এটি করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’
বাঁহাতি ওপেনার আরও বলেন, ‘টেকনিক আমার কাছে কখনই কোনো ব্যাপার নয়, সবকিছু মানসিক ব্যাপার। যখনিই সুযোগ পেয়েছি, আমি সিনিয়র, কোচ এবং দেশের বাইরে সফল ক্রিকেটারদের সাথে অনেক কথা বলেছি। শেখার কোনো শেষ নেই। আমার মনে হয় সবারই এই শেখার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত।’
সফল ক্রিকেটারদের সাথে আলাপকালে তামিম অনেককিছু শিখতে পেরেছেন জানিয়ে বলেন, ‘হাশিম আমলার মতো ক্রিকেটারদের সাথে কথা বলে আমি অনেককিছু শিখেছি। আমি অনেক ভারতীয় ক্রিকেটারের সাথেও কথা বলেছি, বিশেষত শচীন টেন্ডুলকারের সাথে। তিনি যেভাবে কথা বলেন যে তা যেকোনো ক্রিকেটারকে ভালো বানাতে পারে। আমি বিরাট কোহলির সাথেও কথা বলতে চাই, যে ছোট ইনিংসকে গ্রেট ইনিংসে রূপ দিতে পারে।’
ওজন কমানোয়ও তামিম সুবিধা ভোগ করেছেন জানিয়ে বলেন, ‘গত দুই বছরে আমি প্রায় ১০ কেজি ওজন কমিয়েছি। এটা আমাকে অনেক সাহায্য করেছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন