মানসিক সমস্যায় ভূগছেন হানি সিং
ভারত তথা সারা বিশ্বে নিজের গান দিয়ে শ্রোতা মাতিয়েছেন জনপ্রিয় র্যাপার হানি সিং। ধারাবাহিকভাবে একের পর এক হিট-সুপারহিট গান উপহার দিয়েছেন। বলিউডের ছবিতে হানি সিংয়ের অন্তর্ভুক্তি হয়ে উঠে অন্যতম চমক।
অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগান, কারিনা কাপুরসহ অনেক তারকার সঙ্গে পারফর্ম করেছেন তিনি। গত বছরের শেষের দিকে সর্বশেষ ‘ধীরে ধীরে’ শীর্ষক হানি সিংয়ের মিউজিক ভিডিও ভারতের ইউটিউবের ইতিহাসে রেকর্ড গড়ে। ১২ কোটিরও বেশি দর্শক এখন পর্যন্ত গানটি উপভোগ করেছেন।
কিন্তু বলিউডের গানের এই হিট মেশিন কিনা ভূগছেন মানসিক সমস্যায়! বিষয়টি অবাক করার মত হলেও সত্যি। এমনকি মাস খানেক ঘরের বাইরেও বের হননি তিনি। সব ধরনের কাজ থেকে দূরে সরে ছিলেন। তার এই রোগের নাম ‘বাইপোলার ডিজওর্ডার কিংবা মানসিক চাপ’। তবে যেন তেন নয়, তীব্র মানসিক চাপের কারণে হানি সিং শারিরীক ভাবেও অসুস্থ ছিলেন। নতুন কোন গানও রেকর্ড করতে পারেননি। তবে অনেক দিনের বিরতির কারণ আজ নিজের জন্মদিনে প্রকাশ করলেন এ তারকা। এ বিষয়ে তিনি বলেন, এতদিন আমি আমার অনুপস্থিতির কারণ বলিনি। কিন্তু আজ আমার জন্মদিনে ভক্তদের কারণটা জানাতে চাই।
আর সেটা হচ্ছে আমি মানসিক চাপজনিত রোগে ভূগছি। আমি দিল্লীর চারজন চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা করছি। মূলত দীর্ঘ সময় ধরে মানসিক চাপে ভূগলে এক সময় এটা ম্যানিয়ায় পরিণত হয়। মানসিক এই ম্যানিয়া চরম আকার ধারণ করেছে। যেখানে আমি ২০ হাজার দর্শকের সামনে বসে গান করি। কিন্তু ম্যানিয়ার পর চারজন মানুষের সামনেও ভয় পেয়েছি আমি। আমি মনে করি আমি শ্রোতাদের সম্পত্তি, তাই আজ সত্যিটা প্রকাশ করলাম। আবার মধ্যে সমালোচকরা বলেছিলো আমি নাকি অতিরিক্ত মদ্যপান করে রিহ্যাবে আছি। এটা সত্যি কস্টকর। কারণ আমি কি ধরনের ম্যানিয়ায় ভূগছি, এটা কেবল আমি জানি। তবে এখন আমি অনেকটাই সুস্থ। কথা দিচ্ছি খুব শিগগিরই ফিরছি।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













