মানহানির অভিযোগে রনিসহ তিনজনকে আদালতে তলব
সম্পাদকীয়তে আইনজীবীদের প্রতি মানহানিকর উক্তির কারণে প্রাক্তন সংসদ সদস্য গোলাম মাওলা রনিসহ তিনজনকে আদালতে তলব করেছেন ঢাকা সিএমএম আদালত।
অপর দুইজন হলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী।
বুধবার শুনানি শেষে আগামী ৩১ অক্টোবর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস।
বুধবার সকালে ঢাকা সিএমএম আদালতে আইনজীবীদের পক্ষে সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইদুর রহমান মানিক এ মামলা দায়ের করেন। দুপুর সাড়ে ১২টায় শুনানি অনুষ্ঠিত হয়।
বাদীপক্ষে সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু, অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার, সমিতির সাধারণ সম্পাদক আয়ুবুর রহমান শুনানি করেন। শুনানিকালে প্রায় পাঁচ শতাধিক আইনজীবী আদালতে ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, প্রাক্তন এমপি রনির লেখা “সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল!” শিরোনামে একটি কলাম গত ৩০ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওষুধ কোম্পানির গবেষণা বিভাগ নিজেদের গবেষণাগারে ইঁদুরের পরিবর্তে উকিলদের ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়ে পত্র-পত্রিকা এবং অন্যান্য সংবাদ মাধ্যমে প্রেস রিলিজ দিল। সাংবাদিকরা ওষুধ কোম্পানির গবেষণাগারে ভিড় জমাল এবং হঠাৎ এমনতরো সিদ্ধান্ত গ্রহণের কারণ জানতে চাইল। উত্তরে ওষুধ কোম্পানি তাদের গবেষণাগারে ইুঁদরের পরিবর্তে উকিল ব্যবহারের জন্য তিনটি কারণ পেশ করল।’
মামলায় বলা হয়, ওই কলামে উল্লেখিত তিনটি কারণ আইনজীবীদের জন্য মানহানিকর। এসব বক্তব্য দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানি এবং মানহানির উদ্দেশ্যে ওই বক্তব্য পত্রিকায় মুদ্রণের অভিযোগে ৫০১ ধারার অপরাধ। এ ছাড়া ওই লেখার মাধ্যমে আইনজীবী শ্রেণিকে উত্তেজিত করার অভিযোগে ৫০৫ ধারায় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন