মানুষের উপচেপড়া ভীড়, চলছে ট্রেনের টিকিট বিক্রি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আজ সোমবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এদিন পূর্বনির্ধারিত সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিন আগামী ৭ সেপ্টেম্বরের ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে।
এদিকে ট্রেনের অগ্রিম টিকেট পেতে রবিবার রাত থেকেই কমলাপুর রেল স্টেশনে ভীড় করছেন শত শত মানুষ। লাইনে দাঁড়িয়ে, শুয়ে-বসে থেকে নির্ঘুম রাত পার করে সোমবার ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশীরা। সকাল ৮টা নাগাদ যখন টিকিট বিক্রি শুরু হয় তখন কমলাপুর রেল স্টেশন জুড়ে হাজারো মানুষের ভীড়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল ৮টা থেকে প্রতিদিন টিকিট বিক্রি শুরু হবে। ২৯ আগস্ট ৭ সেপ্টেম্বরের, ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর দেয়া হবে ১০ সেপ্টেম্বরের ও ২ সেপ্টেম্বর দেয়া হবে ১১ সেপ্টেম্বরের টিকিট।
এদিকে, টিকিট বিক্রি নির্বিঘ্ন করতে ও কালোবাজারি রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ সবধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানায় রেল কর্তৃপক্ষ। রেলস্টেশন ছাড়াও অনলাইনে আন্তঃনগর টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন