মানুষের ঘাম ঝরানো পয়সায় বেতন হয় : সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, এ শহরের মানুষের ঘাম ঝরানো পয়সায় মেয়র থেকে পরিচ্ছন্নকর্মী পর্যন্ত বেতন হয় এবং জীবন চলে। আমরা যদি তাদের একটি পরিচ্ছন্ন নগরী না দিতে পারি সে ব্যর্থতা শুধু মেয়র নয়, সবার।
আজ মঙ্গলবার রাজধানীর নগর ভবনের সামনে কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে কাজ না করবে তার বিরদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নিজেদের পরিচ্ছন্নকর্মী ভাববেন না, আপনাদের মেয়রের ভূমিকায় দেখতে চাই। আমি যে দায়িত্ব নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি আপনারা সে দায়িত্ব নিয়ে শহরকে পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিষ্কারের যে প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করে প্রমাণ করে দেবো। ঈদের নামাজ পড়ে আমি রাস্তায় থাকবো, আপনারা (পরিচ্ছন্নকর্মীরা) আমার সঙ্গে থাকবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন