মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ : খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে এ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আইনের শাসনের অনুপস্থিতিতে গোটা জাতি আজ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়েছে।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। বিবৃতিতে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেন খালেদা জিয়া। অবিলম্বে দুই ঘটনায় হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। দেশের অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতিতে গভীর শংকা প্রকাশ করেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বিবৃতিতে দাবি করেন, নিহত ফয়সাল আরেফিন দীপন জিয়া স্মৃতি পাঠাগারের সহসভাপতি এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত নিবেদিত সংগঠক ছিলেন। তিনি দীপনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন