মানুষের সমস্যার কথা জানাতে নেতাদের বললেন প্রধানমন্ত্রী
দেশের মানুষের সমস্যার কথা সরকারকে জানাতে দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সরকারের সাফল্যগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে তিনি নেতাদের নির্দেশ দিয়েছেন।
সন্ধ্যায় গণভবনে দলের নব-নির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় শেখ হাসিনা এই আহ্বান জানান।
গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে অষ্টমবারের মতো দলীয় প্রধানের দায়িত্ব পান শেখ হাসিনা। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। সম্মেলনের শেষ দিন দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়। আজকের বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়া সভাপতিমণ্ডলীর সব সদস্য উপস্থিত ছিলেন। সৈয়দ আশরাফ লন্ডনে যাওয়ায় বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।
দলের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দলই নয়, একটি প্রতিষ্ঠানও। আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে। এই সংগঠনকে সুসংগঠিত করে দেশের উন্নতি করাই আমাদের লক্ষ্য।’
তিনি আওয়ামী লীগ সরকারের লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরে বলেন, আমাদের লক্ষ্য দ্রুত দেশকে উন্নত করা। এজন্য দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সেজন্য সরকারের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতা করতে হবে।
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর অবৈধ ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের হাত ধরে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিরা রাষ্ট্রের কর্তৃত্ব নেয়। দীর্ঘ ২১ বছর তারা ক্ষমতায় থেকে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চেয়েছিল। যেন বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে না পারে। স্বাধীনতার নীতি-আদর্শ ধ্বংস করাই ছিল তাদের কাজ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘‘২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ সঠিক ধারায় ফিরে আসে। সরকার যে জনগণের সেবক তা উপলব্ধি করতে শুরু করে দেশের মানুষ। আমরা দেশ ও জনগণের সেবা করার ব্রত নিয়েই কাজ করে যাচ্ছি।’
বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিমণ্ডলীর সদস্যদের তৃণমূলের সঙ্গে সম্পর্ক জোরদারের তাগিদ দেন। আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে প্রস্তুত করার নির্দেশও দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
অধিনায়কদের কেন ছেড়ে দিল আইপিএলের ৫টি দল?
যার নেতৃত্বে গত মৌসুমে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) জিতলো কলকাতাবিস্তারিত পড়ুন
ঢাবি শিক্ষার্থীদের ৭ কলেজের অধিভুক্তি বাতিলের আল্টিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ঢাকার সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলেরবিস্তারিত পড়ুন
নতুন কোচ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
গুঞ্জন ডালপালা মেলার আগেই তা ছেঁটে দিয়ে নতুন কোচের নামবিস্তারিত পড়ুন