মানুষ ছাড়া আর একটিই প্রাণী যৌনতায় মাতে আনন্দের জন্য। জানেন কে?
মানুষ যৌনতা বা সেক্স করে দু’টি কারণে। বংশবৃদ্ধি এবং আনন্দ বা ‘প্লেজার’। প্রাণীকুলে মানুষের এই আচরণ নিঃসন্দেহে ব্যতিক্রমী। তবে একা মানুষ নয়, এ ক্ষেত্রে দোসর রয়েছে।
বলা হয় ‘কনশাসনেস’ হল মনোবিজ্ঞানের অন্যতম বড় রহস্য। মন এবং শরীরের যুগপৎ ভূমিকা থাকে এতে। যৌনতায় ‘প্লেজার’-এর বিষয়টি পুরোপুরি নির্ভর করে এই ‘কনশাসনেস’-এর উপরে। যৌনতায় ‘প্লেজার’ বা আনন্দের নেপথ্যে সক্রিয় ভূমিকা নেয় মস্তিষ্কে উপস্থিত কতগুলি নিউরোট্রান্সমিটার।
মানুষের মধ্যে এই নিউরোট্রান্সমিটারের সক্রিয়তা সবথেকে বেশি। নিউরোট্রান্সমিটারের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কে রয়েছে ‘কনশাসনেস’-এর। অর্থাৎ, ঘুরিয়ে বললে আনন্দ বা ‘প্লেজার’-এর সঙ্গে সম্পৃক্ত হল এই নিউরোট্রান্সমিটার। মানুষের ক্ষেত্রে এই নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে নিওকর্টেক্স।
ঘটনা হল, মানুষ ছাড়া আর একটি স্তন্যপায়ীর মধ্যে এই নিওকর্টেক্স অত্যন্ত সক্রিয়। ফলে, সেই প্রাণীটিও ‘প্লেজার’-এর মহিমা বিলক্ষণ বোঝে। সেই কারণেই এই প্রাণীটি মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। মানুষের সঙ্গে তাদের বন্ধুত্ব রীতিমতো গাঢ়। মানুষের ইশারা তারা বোঝে। দেখে নিন, কোন প্রাণী তারা।
হ্যাঁ, ঠিকই ধরেছেন। ডলফিন! এ ছাড়াও বলা হয়, পিগমি শিম্পাঞ্জির মধ্যেও এই লক্ষণ রয়েছে। তবে এখনও পর্যন্ত তা প্রমাণিত নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন