মানুষ নির্বিঘ্নে ঈদ কাটাচ্ছে সরকারের সুব্যবস্থায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের সুব্যবস্থার কারণে দেশের মানুষ শান্তিতে ও নির্বিঘ্নে ঈদ করতে পারছে। শনিবার দুপুরে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এবার রেল, সড়ক ও নৌপথে মানুষ যেন ভালোভাবে চলাচল করতে পারে সে ব্যবস্থা আমরা করেছি। এবার মলম পার্টি, অজ্ঞান পার্টি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।’
তিনি বলেন, ২০১৫ সালের শুরু থেকে বিএনপি-জামায়াত যে ধ্বংসাত্মক কার্যক্রম শুরু করে তাতে দেশের অনেক ক্ষতি হয়েছে। তারা গাড়ি, রেলের বগি পুড়িয়ে দিয়েছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘যাত্রীসেবা নিশ্চিত করতে রেলমন্ত্রী অনেক পরিশ্রম করেছেন। অতিরিক্ত পরিশ্রমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের যোগাযোগমন্ত্রী নিজে বিভিন্ন এলাকায় ঘুরে কাজের তদারকি করেছেন।’
তিনি বলেন, এবারের ঈদে ঘরে ফেরা নিয়ে পত্রিকাগুলো লেখার সুযোগ পায়নি। মানুষ নিরাপদে সবকিছু করতে পেরেছে। শুধু ঢাকা নয়, সারা দেশে সবাই প্রচুর কেনাকাটা করেছে। কোথাও কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। এ সময় দেশবাসীকে তিনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
 
	‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
 
	৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
 
	নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













