মানুষ নির্বিঘ্নে ঈদ কাটাচ্ছে সরকারের সুব্যবস্থায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের সুব্যবস্থার কারণে দেশের মানুষ শান্তিতে ও নির্বিঘ্নে ঈদ করতে পারছে। শনিবার দুপুরে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এবার রেল, সড়ক ও নৌপথে মানুষ যেন ভালোভাবে চলাচল করতে পারে সে ব্যবস্থা আমরা করেছি। এবার মলম পার্টি, অজ্ঞান পার্টি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।’
তিনি বলেন, ২০১৫ সালের শুরু থেকে বিএনপি-জামায়াত যে ধ্বংসাত্মক কার্যক্রম শুরু করে তাতে দেশের অনেক ক্ষতি হয়েছে। তারা গাড়ি, রেলের বগি পুড়িয়ে দিয়েছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘যাত্রীসেবা নিশ্চিত করতে রেলমন্ত্রী অনেক পরিশ্রম করেছেন। অতিরিক্ত পরিশ্রমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের যোগাযোগমন্ত্রী নিজে বিভিন্ন এলাকায় ঘুরে কাজের তদারকি করেছেন।’
তিনি বলেন, এবারের ঈদে ঘরে ফেরা নিয়ে পত্রিকাগুলো লেখার সুযোগ পায়নি। মানুষ নিরাপদে সবকিছু করতে পেরেছে। শুধু ঢাকা নয়, সারা দেশে সবাই প্রচুর কেনাকাটা করেছে। কোথাও কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। এ সময় দেশবাসীকে তিনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারণে নতুন বছরের প্রথম দিনেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
নতুন বছরের প্রথম দিনেও স্বর্ণের দাম বেড়েছে আউন্সপ্রতি ১৮.২৫ ডলার।বিস্তারিত পড়ুন
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক আটক
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২ জন ভারতীয়বিস্তারিত পড়ুন
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে
একক মাস হিসেবে সদ্যবিদায়ী বছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৬৩বিস্তারিত পড়ুন