মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, জিহাদের নামে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। এখন ধর্মের নামে মুসলমানদের ধ্বংস করার পাঁয়তারা চলছে।
রোববার দুপুরে লক্ষ্মীপুরের মোহাম্মদীয়া পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নামাজে বাধাগ্রস্ত করা অর্থাৎ মসজিদে নামাজ আদায়কালে গুলি করে হত্যা করে আবার হত্যার দায়ভার স্বীকার করেন যারা, তারা আবার মুসলমান ও জেহাদি হিসেবে দাবি করেন। জঙ্গি গোষ্ঠির কয়েকজনকে ধরার পর তারা জেহাদি তথা খেলাফত কায়েম করতে চায় অথচ তারা হাফপ্যান্ট পরে, নামাজ পড়ে না বলে জানায়। তারা মাজার, দরবার শরিফ, পীর, মাওলানা, মসজিদে নামাজ পড়তে পছন্দ করে না, তারা হত্যা করতে পছন্দ করে। জনগণ, পুলিশ, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন ও সরকার সবাই মিলেই দেশকে একটি নিরাপদ বাসোপযোগী সমাজ গঠনে কাজ করার আহরবান জানান পুলিশের এই মহাপরিদর্শক।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরো ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আকম রুহুল আমিন, পৌরসভার মেয়র বেলাল আহমদ, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি সৈয়দ জিয়াহুল হুদা আপলু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
এর আগে সকালে লক্ষ্মীপুর শহরের পুলিশ লাইন্স স্কুল ও রামগঞ্জ শহরে পুলিশ বক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইজিপি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন