মান্নার ভক্ত পরীমনি!
চিত্রনায়ক মান্নার ভক্ত ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। তাই মনের অজান্তে গেয়ে উঠেন ‘ও মান্না ও মান্না’ শিরোনামের গান। তবে এটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়, গুণী নির্মাতা মালেক আফসারির ‘অন্তর জ্বালা’ সিনেমার গানের দৃশ্যে এমনটা দেখা যাবে।
আগামী সপ্তাহে রাজধানীর ওয়েস্টিন হোটেলের ছাদে ‘ও মান্না ও মান্না’ শিরোনামের গানের দৃশ্য ধারনের কাজ হবে বলে জানান সিনেমাটির পরিচালক।
এ প্রসঙ্গে মালেক আফসারি বলেন, ‘বেশ কিছু দিন আগেই অন্তর জ্বালা সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন শুধু একটি গানের শুটিং বাকি আছে। আগামী সপ্তাহে ওয়েস্টিন হোটেলের ছাদে গানটির শুটিং করব। এতে পরীমনির বিপরীতে নাচবেন জায়েদ খান।’
তিনি আরো বলেন, ‘পরীমনি এ সিনেমায় জনপ্রিয় চিত্রনায়ক মান্নার ভক্ত থাকেন। তাই তিনি ‘ও মান্না ও মান্না’ সুরে গাইবেন। এদিকে জায়েদ খানও গাইবেন ‘ও সোনা ও সোনা আমি তোর মান্না’। এভাবেই গানের কথাগুলো সাজানো হয়েছে।’
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘অন্তর জ্বালা’ সিনেমাটি মৌলিক একটি গল্প নিয়ে তৈরী হচ্ছে। তা ছাড়া আফসারি ভাইয়ের সিনেমায় কাজ করাটা আমার কাছে স্বপ্নের মতো। আশা করছি, সব কিছু মিলিয়ে দর্শকদের মুগ্ধ করবে।’
নাসির উদ্দিন প্রযোজিত জেড কে মুভিজ পরিবেশিত ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিং পিরোজপুর, মংলা বন্দর ও সুন্দরবনসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়। এ সিনেমায় আরো অভিনয় করেছেন, নবাগত জয় চৌধুরী, মৌমিতা মৌসহ অনেকে। এ সিনেমায় মান্না অভিনীত বেশ কিছু সিনেমার ফুটেজও দেখানো হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন