মান বাঁচানোর ম্যাচে ইমরুল-নাসির-মোশাররফ?

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিততে হলে আজ বাংলাদেশের জয়ের কোনও বিকল্প নেই। সেজন্য আজ একাদশেও আসতে পারে বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে ব্যাটিং ব্যর্থতায় ভুগছেন ওপেনার সৌম্য সরকার। তার জায়গায় আজ দেখা যেতে পারে ইমরুল কায়েসকে।
আর তৃতীয় ম্যাচের স্কোয়াডে পেসার রুবেল হোসেনের জায়গায় স্পিনার মোশাররফ হোসেনের রুবেলকে নেয়া হয়েছে। স্পিন সহায়ক পিচে তাকে দেখা যেতে পারে। সেই সাথে স্পিনার তাইজুল ইসলামের জায়গায় দেখা যেতে পারে অলরাউন্ডার নাসির হোসেনকে। ব্যাটিংয়ের পাশাপাশি নাসিরের অফস্পিনও দারুণ কার্যকর।
আফগানিস্তানের বিরুদ্ধে এই প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ। এর আগে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি বিশ্বকাপের ম্যাচে আফগানদের বিরুদ্ধে খেলেছে টাইগাররা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার/ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম/নাসির হোসেন, মোশাররফ হোসেন রুবেল, তাসকিন আহমেদ।ইমস/১ অক্টোবর/এসইউএল)
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন