মাবিয়ার হাত ধরে এলো স্বর্ণ
চলতি এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন মাবিয়া আক্তার। নারীদের ভারোত্তোলনের ৬৩ কেজি ইভেন্টে এই কৃতিত্ব দেখান মাবিয়া।
আজ ছিল তৃতীয় দিন। সকালে রুপা জেতেন ফুলপাতি চাকমা। নারী ভারোত্তোলনে ৫৮ কেজি ইভেন্টে রুপা জয়লাভ তিনি।
গতকাল ৪৮ কেজি ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন মোল্লা সাবিরা।
দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) এবারের আসরে গতকাল সেরা সাফল্য রূপার পদক এসেছিল কুস্তিতে। সাঁতারুরা ব্রোঞ্জ পেয়ে সন্তষ্টু থাকেন।
শনিবার পুরুষ বিভাগের ২০০ মিটার ফ্রি স্টাইল, ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক থেকে ব্রোঞ্জ পায় বাংলাদেশ। এছাড়া ১০০ মিটার ফ্রিস্টাইলের রিলে থেকে ব্রোঞ্জ আসে।
দ্বিতীয় দিন শেষে সব মিলিয়ে বাংলাদেশ একটি রূপা ও আটটি ব্রোঞ্জ পায়।
একটি সোনা, ছয়টি রূপা আর ১৮টি ব্রোঞ্জ-এসএ গেমসের আগের ১১ আসরের ভারোত্তোলন থেকে বাংলাদেশের অর্জন। সোনার পদকটি গত আসরে নিজেদের মাটিতে ৭৭ কেজি ওজন শ্রেণিতে জিতেছিলেন হামিদুল ইসলাম।
মাবিয়া আক্তার নেপালে অনুষ্ঠিত সাফের আসরে ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক পেয়েছিলেন। এছাড়া ২০১৩ সালে মালয়েশিয়ায় কমনওয়েলথ ভারোত্তোলনে জুনিয়র বিভাগে রুপা ও ইয়ুথ বিভাগে ব্রোঞ্জ, ২০১৪ সালে থাইল্যান্ডের কিং কাপে ব্রোঞ্জ, উজবেকিস্তানে অনুষ্ঠিত আফ্রো-এশিয়া চ্যাম্পিয়ানশিপে রুপা এবং কাতারে ১৭তম এশিয়ান ইয়ুথ ভালোত্তোলন চ্যাম্পিয়নশিপে আল সাদ স্পোর্টস ক্লাবে ৬৩ কেজি ওজন শ্রেণিতে ১৫৮ কেজি তুলে ব্রোঞ্জপদক লাভ করেন।
২০১৪ সালের জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় তিনটি জাতীয় রেকর্ডও গড়েছিলেন এই নারী ক্রীড়াবিদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন