মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন মাহি

সিলেট শহরের ব্যবসায়ী অপুর সঙ্গে মাহির বিয়ে হয়েছিল। বিয়ের পরপরই গুজব ওঠে অপুর আগে তার আর একটি বিয়ে হয়েছিল। আর সে ছেলের নাম শাওন। সে সংবাদ মাধ্যমে তার আর মাহির বেশ কিছু ঘনিষ্ঠ ছবি সামাজীক মাধ্যমে প্রকাশ করেন। এসব বিষয় নিয়ে জল ঘোলাও কম হয়নি।
এতো চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে শাওনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গতকাল সন্ধ্যায় শাওনের বাবা ও মাহির মধ্যে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন শাওনের আইনজীবী এডভোকেট বেলাল হোসেন।
এর পরিপ্রেক্ষিতে শাওনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নেবেন মাহি। অন্যদিকে শাওন জেল থেকে বের হয়ে আর কোনো ঝামেলা সৃষ্টি করবে না।
উল্লেখ্য, বিনা অনুমতিতে ব্যক্তিগত ছবি অনলাইনে প্রকাশের জন্য শাওনের বিরুদ্ধে সাইবার ক্রাইমের অভিযোগ এনে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন মাহি।
এই মামলায় শাওনকে গ্রেফতার করে পুলিশ। পরে শাওন দাবি করেন মাহি তার বিবাহিত স্ত্রী। এর পক্ষে আদালতে মাহি-শাওনের বিয়ের কাবিননামা দেখান শাওন।
এই অবস্থায় দুই পক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা হচ্ছে। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবেন মাহি ও শাওনের পরিবার।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন