‘মামলা শেষ হবে না, ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে সব বন্ধ হয়ে যাবে’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ চলার শুরুর দিকে জামায়াত নেতা চিহ্নিত মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলী বেশ খোশ মেজাজে থাকতেন। আদালত কক্ষের এককোণায় আসামির কাঠগড়ায় বসে তিনি পুলিশ ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করতেন।
ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগেও তাকে নানা রকম মন্তব্য করতে দেখা গেছে। যুক্তি-তর্ক চলাকালে একদিন শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে পুলিশ বেষ্টনীর ভেতর থেকে এক প্রতিবেদককে উদ্দেশ্য করে হাঁক ছাড়েন। সাংবাদিককে একাধিকবার এভাবে ডাকার পরে তাকালে মীর কাসেম বলেন, ‘বেতন পাও! বের হয়ে নেই, চাকরি দেবো।’
এমনকি আদালতে বসে পুলিশকে নানা কথা বলার চেষ্টা করতেন মীর কাসেম। আদালত চলাকালে একদিন এক কর্তব্যরত পুলিশকে বলেন, ‘এ মামলা কোনোদিন শেষ হবে না। ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে সব বন্ধ হয়ে যাবে।’
মঙ্গলবার চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ বহাল রাখার ঘোষণার পর, সেই পুলিশ কর্মকর্তাকে অনুভূতি জিজ্ঞেস করা হলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যে কয়জন যুদ্ধাপরাধী জামায়াতের নেতা এখানে এসেছিলেন সবাই কত রকমের মন্তব্য করেছেন। আমাদের কর্তব্য আমরা পালন করে গেছি। তাদের মিথ্যা ও দম্ভের আজ পরাজয় ঘটেছে।’
বিচারের বেশিরভাগ সময় নানারকম তাচ্ছিল্য ভরা মন্তব্যের পাশাপাশি ট্রাইব্যুনালের রায়ে তার ফাঁসির আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গে কাসেম যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, সেটাকে ধৃষ্টতা হিসেবে উল্লেখ করেন প্রসিকিউটররা।
ট্রাইব্যুনালে রায় পড়া শেষ হলে বিচারকদের উদ্দেশে মীর কাসেম আলী ‘মিথ্যা ঘটনা’, ‘মিথ্যা সাক্ষী’, ‘কালো আইন’, ‘ফরমায়েশি রায়’ ইত্যাদি বলে মন্তব্য করতে থাকেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের ওই সাজাই বহাল থাকে। ৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার জন্য ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।’ বিডিলাইভ
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন