মারা গেছেন কুটি মনসুর
গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক কুটি মনসুর মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া।
গত বছরের ২২ ডিসেম্বর রাজধানীর রামপুরার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুটি মনসুর। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ২৯ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়। তিনি হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
কুটি মনসুর দীর্ঘ ৬০ বছরের সঙ্গীতজীবনে পল্লিগীতি, আধুনিক, জারি-সারি, পালাগান, পুঁথি, ভাটিয়ালি, মুর্শিদী, মারফতি, আধ্যাত্মিক, দেহতত্ত্ব, হামদ–নাত, ইসলামিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৮ হাজার গান লিখেছেন।
তার উল্লেখযোগ্য গান হলো- আইলাম আর গেলাম, যৌবন জোয়ার একবার আসে রে, আমি কি তোর আপন ছিলাম না, কে বলে মানুষ মরে, হিংসা আর নিন্দা ছাড়ো, সাদা কাপড় পরলে কিন্তু মনটা সাদা হয় না প্রভৃতি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন