মারা গেছেন কুটি মনসুর

গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক কুটি মনসুর মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া।
গত বছরের ২২ ডিসেম্বর রাজধানীর রামপুরার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুটি মনসুর। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ২৯ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়। তিনি হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
কুটি মনসুর দীর্ঘ ৬০ বছরের সঙ্গীতজীবনে পল্লিগীতি, আধুনিক, জারি-সারি, পালাগান, পুঁথি, ভাটিয়ালি, মুর্শিদী, মারফতি, আধ্যাত্মিক, দেহতত্ত্ব, হামদ–নাত, ইসলামিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৮ হাজার গান লিখেছেন।
তার উল্লেখযোগ্য গান হলো- আইলাম আর গেলাম, যৌবন জোয়ার একবার আসে রে, আমি কি তোর আপন ছিলাম না, কে বলে মানুষ মরে, হিংসা আর নিন্দা ছাড়ো, সাদা কাপড় পরলে কিন্তু মনটা সাদা হয় না প্রভৃতি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন