মারা গেছেন সাবেক মন্ত্রী মুন্নু
বিএনপির সাবেক মন্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনার রশিদ খান মুন্নু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোরে তিনি নিজ বাসভবন গিলন্ডে বার্ধক্যজনিত রোগে মারা যান। এই বিষয়টি তার বড় মেয়ে আফরোজা খান রিতার ব্যক্তিগত সহকারী রেজাউল করিম রেজা নিশ্চিত করেছেন।
রেজা আরও জানান, মন্নু দীঘদিন যাবৎ শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
এদিকে বিএনপির এই বর্ষীয়ান নেতা মৃত্যুর খবর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মানিকগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের মাঝে বিষাদের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, মুন্নু ১৯৯১ সালে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসনে বিএনপির হয়ে নির্বাচন করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালেও তিনি ওই আসন থেকে অনায়াসে জিতেন। ২০০১ সালে এই আসনের পাশাপাশি মানিকগঞ্জ-৩ (সদর- সাটুরিয়া) আসনেও জিতেন তিনি। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাকে মন্ত্রী করা হলেও সে সময় তাকে কোন দপ্তর দেওয়া হয়নি।
এছাড়া মানিকগঞ্জ বিএনপির সভাপতি ছিলেন মুন্নু। তবে বিএনপির সর্বশেষ কমিটিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
এছাড়া মানিকগঞ্জ বিএনপির সভাপতি ছিলেন মুন্নু। তবে বিএনপির সর্বশেষ কমিটিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
মুন্নুর বড় মেয়ে আফরোজা খান রিতা জেলা বিএনপির সভাপতি ও ছোট মেয়ে পারভীন আক্তার আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের স্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন