মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিলো উ.কোরিয়া
শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি উত্তর কোরিয়া। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে জাপান সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে দেশটি। অন্তত আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে এমনটিই দাবি করেছে পিয়ংইয়ং।
জাপান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি এমন এক সময়ে করলো উত্তর কোরিয়া যখন মাত্র দু’দিন আগে দক্ষিণ কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়া সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার প্রস্তুতি হিসেবেই তারা এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
পত্রিকাটি জানায়, বাস্তবে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরু হলে মার্কিন সেনা ঘাঁটিতে উত্তর কোরিয়ার যে সেনা ইউনিট হামলা করার দায়িত্বে থাকবে তারাই জাপান সাগরে পরপর চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার চারটির মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকা বা ইইজেড’র মধ্যে গিয়ে পড়েছে।
কেসিএনএ-র এর প্রতিবেদন মতে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন নিজে স্বশরীরে উপস্থিত থেকে এই হামলা পর্যবেক্ষণ করেছেন।
এদিকে পিয়ংইয়ংয়ের এই দাবিকে ‘উস্কানিমূলক আচরণ’ বলে অভিহিত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র সিন স্পাইসার। তিনি বলেন, উত্তর কোরিয়ার এই ঔদ্ধত্যপূর্ণ আচরন নিয়ন্ত্রণ করতেই দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ মোতায়েন করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন