মার্কিন সন্ত্রাসবিরোধী কালো তালিকায় বিন লাদেনের ছেলে

আল কায়েদার প্রতিষ্ঠাতা নেতা ওসামা বিন লাদেনের ছোট ছেলে হামযা বিন লাদেনকে সন্ত্রাসবিরোধী কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি মি. হামযা আল-কায়েদার একজন নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
ওসামা বিন লাদেনের ছোট ছেলে হামযার বয়স প্রায় ত্রিশ বছর। সম্প্রতি তিনি তার বাবার প্রতিষ্ঠিত সংগঠন আল কায়েদার বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে।
সেই সঙ্গে পরিচিতি পেয়েছেন গোষ্ঠীটির উদীয়মান নেতা হিসেবে।
২০১৫ সালে মি. হামযাকে আনুষ্ঠানিকভাবে আল-কায়েদা নিজেদের সদস্য করার কথা জানায়।
ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে তিনি দলটিতে তার বাবার স্থলাভিষিক্ত হবেন।
আল-কায়েদার পক্ষে রিলিজ করা সাম্প্রতিক ভিডিও বার্তায় মি. হামযাকে দেখা গেছে, পশ্চিমা বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর আহ্বান জানাতে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, কালো তালিকাভুক্ত করার মাধ্যমে বস্তুত হামযা বিন লাদেন যে সক্রিয়ভাবে সন্ত্রাসবাদে জড়িত রয়েছেন, তা বিশ্ববাসীকে জানানো হলো।
এই সন্ত্রাসবিরোধী কালো তালিকাভুক্ত হবার ফলে এখন থেকে মি. হামযা কোন মার্কিন কোম্পানি বা দেশটির কোন নাগরিকের সঙ্গে কোন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড চালাতে পারবেন না।
সেই সাথে যুক্তরাষ্ট্রে কোন ধরণের সম্পত্তির মালিক হতে পারবেন না।
এছাড়া বর্তমানে দেশটিতে তার কোন সম্পদ থাকলে, তার উপরেও স্থিতাবস্থা জারি হবে এই তালিকার পর।
এছাড়া আল কায়েদার নিরাপত্তা বিষয়ক প্রধান ইব্রাহিম আল-বান্নাকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র আল-বান্নাকে ধরিয়ে দিতে পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
– বিবিসি বাংলা
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন