মার্চে মুক্তি পাচ্ছেন ‘সঞ্জু বাবা’

আগামী বছরের ৭ মার্চ মুক্তি পাচ্ছেন ‘সঞ্জু বাবা’ খ্যাত বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্ত। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তার জেলে থাকার দিন ফুরলো।
১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণ কাণ্ডে বেআইনি অস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত হয়েছিলেন সঞ্জয়। পাঁচ বছরের কারাদণ্ডে বিচারাধীন বন্দি হিসেবেই প্রায় ১৮ মাস কাটিয়েছেন সঞ্জয়। এর মধ্যে বেশ কয়েকবার প্যারোলে জেলের বাইরেও ছিলেন তিনি।
সে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। এমনকি সঞ্জয়ের জেলবাস হওয়া উচিত কি না, তা নিয়ে দ্বিধাভক্ত ছিল দেশ।
বলিপাড়ার অনেকেই মনে করেছিলেন, সঞ্জয়ের মতো ভালমানুষ এরকম এক ঘটনায় সাজা পাওয়া দুঃখজনক। কিন্তু আইনের শাসন সে আবেগকে পরোয়া করেননি। ফলে দ্বিতীয়বারের জন্য জেলে জেতে হয়েছিল অভিনেতাকে। এই পর্বের ৪২ মাসের জেলজীবন প্রায় শেষের মুখে। বন্দি হিসেবে কারা কর্তৃপক্ষের গুডবুকেই ছিলেন সঞ্জয়।
তাই আগে শোনা গিয়েছিল, এই ডিসেম্বরেই মুক্তি পাবেন সঞ্জয়। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, মার্চে তার মুক্তির দিন ধার্য হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন