মার্চে মুক্তি পাচ্ছেন ‘সঞ্জু বাবা’

আগামী বছরের ৭ মার্চ মুক্তি পাচ্ছেন ‘সঞ্জু বাবা’ খ্যাত বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্ত। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তার জেলে থাকার দিন ফুরলো।
১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণ কাণ্ডে বেআইনি অস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত হয়েছিলেন সঞ্জয়। পাঁচ বছরের কারাদণ্ডে বিচারাধীন বন্দি হিসেবেই প্রায় ১৮ মাস কাটিয়েছেন সঞ্জয়। এর মধ্যে বেশ কয়েকবার প্যারোলে জেলের বাইরেও ছিলেন তিনি।
সে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। এমনকি সঞ্জয়ের জেলবাস হওয়া উচিত কি না, তা নিয়ে দ্বিধাভক্ত ছিল দেশ।
বলিপাড়ার অনেকেই মনে করেছিলেন, সঞ্জয়ের মতো ভালমানুষ এরকম এক ঘটনায় সাজা পাওয়া দুঃখজনক। কিন্তু আইনের শাসন সে আবেগকে পরোয়া করেননি। ফলে দ্বিতীয়বারের জন্য জেলে জেতে হয়েছিল অভিনেতাকে। এই পর্বের ৪২ মাসের জেলজীবন প্রায় শেষের মুখে। বন্দি হিসেবে কারা কর্তৃপক্ষের গুডবুকেই ছিলেন সঞ্জয়।
তাই আগে শোনা গিয়েছিল, এই ডিসেম্বরেই মুক্তি পাবেন সঞ্জয়। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, মার্চে তার মুক্তির দিন ধার্য হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন