মালয়েশিয়ায় আটক বাংলাদেশীর সঙ্গে গুলশান হামলাকারীদের যোগাযোগ ছিল
রাজধানীর গুলশানের হামলাকারীদের সঙ্গে যোগাযোগ ছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্য (আইএস) সন্দেহে মালয়েশিয়ায় আটক বাংলাদেশীর। ওই ব্যক্তি গুলশান হামলাকারীদের সাথে সাক্ষাতও করেছিল। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিংগাপুরের ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইট টাইমস।
বৃহস্পতিবার আইএস সন্দেহে বাংলাদেশী, নেপালী, মরক্কো ও মালয়েশিয়ার চারজনকে আটক করার খবর দেয় মালয়েশিয়ার দৈনিক চ্যানেল নিউজ এশিয়া।
আটক বাংলাদেশী আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর জন্য অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছে। সে মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বুকিত বিনতাংয়ে রেস্টুরেন্টে চালাতো।
ওই বাংলাদেশির বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি করেছে। গত ২ সেপ্টেম্বর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বিশেষ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ৩৭ বছরের আটক ব্যবসায়ী গুলশানের হলে আর্টিজান হামলায় নিহত জঙ্গি আন্দালিব আহমেদে সাথে বুকিত বিনতাংয়ে নিজের রেস্টুরেন্টে দেখা করেছিল। হলি আর্টিজানে ১ জুলাইয়ের ওই হামলায় বিদেশীসহ ২১ জন নিহত হয়।
সূত্র জানায়, ‘কর্তৃপক্ষ মনে করে আটক সন্দেহভাজন তার নিজ দেশে হামলার পরিকল্পনায় জড়িত ছিল। এমনকি তিনি তার দেশের অনেকের সঙ্গে নিয়মিত বৈঠক করে।’
ওই সূত্র আরো জানায়, আটক সন্দেহভাজন বাংলাদেশে একে-৪৭ রাইফেলের চোরাচালানের অন্যতম হোতা। মালয়েশিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ ছিল তার।
মালয়েশিয়ার পুলিশ ইন্সপেক্টর জেনারেল তান শ্রী খালিদ আবু বকর বলেন, গত ২ আগস্ট এবং ১৭ সেপ্টেম্বর সময়ের মধ্যে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সন্দেহভাজন বাংলাদেশীকে গত ১৯ আগস্ট আটক করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি ছিলো।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন