মালয়েশিয়ায় পর্নোগ্রাফি দেখার অভিযোগে বাংলাদেশি গ্রেফতার
শিশুর পর্নোগ্রাফি দেখার অভিযোগে মালাক্কার একটি হোটেল থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। একজন ব্রিটিশ পর্যটক তার স্ত্রী এবং সন্তানের সঙ্গে মালয়েশিয়ার মালাক্কায় ছুটি কাটাতে এসে হোটেলের ফ্রন্ট ডেস্কে গেলে এই দৃশ্যটি চোখে পড়ে। এরপর এই ব্রিটিশ পর্যটক নিপীড়নকারীর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি প্রতিবেদন জমা দিলে গত ১৭ অক্টোবর ঘটনাস্থল থেকে ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। দেশটির পুলিশ সূত্রে এ জানা গেছে।
মালাক্কা রাজ্যের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী কমিশনার কামাল উদ্দিন কাশিম বলেন, মালাক্কার বান্দার হিলির বাজেট হোটেলে বাংলাদেশি হোটেল কর্মী ফ্রন্ট ডেস্কে বসে শিশুর পর্নোগ্রাফি দেখেছিল। এমতাবস্থায় একজন ব্রিটিশ পর্যটক তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে হোটেলে গিয়ে এই দৃশ্যটি দেখতে পায়। তারপর তারা মালাক্কার তেঙ্গাহ জেলার পুলিশ সদর দফতরে অভিযোগ করলে সেখান থেকে পুলিশের একটি টিম বাংলাদেশি নিপীড়ককে গ্রেফতার করা হয় এবং দন্ডবিধি ২৯২ এর অধীনে আগামী শুক্রবার পর্যন্ত তাকে রিমান্ডে রাখা হবে।
এ ঘটনায় মালাক্কার কোম্পানি অ্যাফেয়ার্স, মানবসম্পদ ও বে-সরকারি সংগঠনের চেয়ারম্যান দাতুক এম এস মাহাদেভান বলেন, এই রাজ্যের সব নিয়োগ কর্তারা তাদের কর্মীদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে এবং গুরুত্ব সহকারে মালাক্কার পর্যটনের স্থানগুলোতে নিয়োগ দিবে। এখানকার সংস্কৃতির উপর শ্রদ্ধা রেখে কাজ চালিয়ে যেতে হবে। যাতে করে এখানকার পর্যটন এলাকাগুলো কোনভাবেই কলঙ্কিত না হয়।
মালাক্কায় অনেক বিদেশি নিরাপত্তারক্ষী রয়েছেন যারা কিনা স্থানীয় নারীদের সম্মান প্রদর্শন করে না এবং অভদ্রভাবে তাদের সঙ্গে আচার ব্যবহার করে। এই বিষয়গুলোকে ভাল চোখে দেখার জন্যও তিনি সব প্রবাসীদের প্রতি আহ্বান জানান দাতুক এম, এস মাহাদেভান।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন