মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে বাংলাদেশিদের উপর হামলা
মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে বাঙালিদের উপর হামলা চালিয়ে দুই বাংলাদেশিকে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৯ মার্চ জহুর বারু কাংকা তেবরাও এলাকায় স্থানীয় সময় রাত ১০ টার দিকে একদল সন্ত্রাসী পুলিশ পরিচয়ে বাঙালিদের মেসে হামলা চালায়।
রুমে প্রবেশের পর তারা পুলিশ পরিচয় দিয়ে প্রথমে বাঙালিদের পারমিট দেখতে শুরু করে। এক পর্যায়ে কম্পিউটার মোবাইল ফোন ও মানিব্যাগ ইত্যাদি নিয়ে ধস্তা-ধস্তি শুরু করে। বাঙালিদের সঙ্গে ধস্তা-ধস্তিতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে মিজানুর রহমান (৫০), নাজমুল আলম (৩৮) নামে দুই বাংলাদেশিকে মারাত্মক জখম করে চলে যায়।
গুরুতর আহত এ দু’জনকে হাসপাতালে ভর্তি করা হলেও নাজমুল আলম এখনও আশংকা মুক্ত নয়। এ ঘটনায় কোম্পানির মালিক বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর ওই সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বাঙালিদের হুমকি দিচ্ছে এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে।
কিন্তু থানায় মামলা দায়েরের পর এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ এখনও সন্ত্রাসীদের গ্রেফতার করছে না। অথচ পুলিশের সামনে দিয়েই সন্ত্রাসীরা ঘোরা-ফেরা করছে এবং হুমকি দিয়ে আসছে। এমন পরিস্থিতিতে ফের সন্ত্রাসী হামলার আশংকা করছেন বাংলাদেশিরা।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রবাসী বলেন, আমাদের উপর এমন অসহনীয় নির্যাতন আর কত? প্রতিদিন কোথাও না কোথাও এমন নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশিরা।
এ ব্যাপারে দূতাবাসে যোগাযোগ করা হলে কাউন্সিলার (শ্রম) সায়েদুল ইসলাম জানান, বাংলাদেশি শ্রমিকদের উপর সন্ত্রাসীদের হামলার কোনো খবর পাননি।
এ ঘটনায় হিমেল নামে এক বাংলাদেশি প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, মালয়েশিয়ায় অনেক দেশের মানুষ কাজ করছে তাদের উপর এই জাতীয় কোনো সমস্যা নেই। শুধু বাংলাদেশিদের উপর কেন এই অত্যাচার?
হিমেল বলেন, প্রবাসীদের সবাইকে সমষ্টিগতভাবে এর প্রতিবাদ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনকে এগিয়ে আসতে হবে এবং আইনগত ব্যবস্থা নিতে হবে।
এ ঘটনায় আরেক প্রবাসী এ প্রতিবেদককে বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশিরা যে কত অসহায় তা ভুক্তভোগীরাই জানেন। কিন্তু প্রবাসীরা বিপদে পড়ে দূতাবাসে যোগাযোগ করেও কোনো সহযোগিতা পায় না।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন