মালয়েশিয়ায় বাংলাদেশিকে নির্যাতন, ফেসবুকে প্রতিবাদের ঝড়
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশি এক কারওয়াশ শ্রমিককে গাড়ি ময়লা করার অভিযোগে নির্যাতন করেছেন এক গাড়ির মালিক। এ ঘটনায় মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।
রাজধানী কুয়ালালামপুরের সুংগাই বুলুহ এলাকায় শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
বাংলাদেশি শ্রমিককে নির্যাতনের ঘটনার আংশিক দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দোকানের গোপন ক্যামেরায় ধারণ করা এ নির্যাতনের আংশিক দৃশ্য শনিবার রাত পর্যন্ত প্রায় ৪৯ হাজার বার শেয়ার হয়েছে এবং ১ মিলিয়নেরও বেশি দেখা হয়েছে। মন্তব্য করা হয়েছে প্রায় ৩২ হাজার।
২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, বাংলাদেশি শ্রমিক গাড়ির ভিতরে ড্রাইভিং সিটে বসে কাজ করছেন। গাড়ির মালিক এ দৃশ্য দেখে রেগে যান ও গাড়ি থেকে শ্রমিককে বের হতে বলেন। এ অবস্থায় শ্রমিক গাড়ি থেকে বের হয়ে যান ও মালিক গাড়ির ভেতরে যান। এরপর তিনি রাগান্বিত হয়ে শ্রমিককে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে শ্রমিকের গালে-থাপ্পড় মারেন। কিছুক্ষণ থেমে গালিগালাজ করে ফের শ্রমিকের গালে থাপ্পড় দেন।
ভিডিও পোস্টকারী আতিয়া আবদুল হামিদ ফেসবুক পোস্টে জানিয়েছেন, গাড়ির ড্রাইভিং সিটে বসে কাজ করা ও ময়লা করার অভিযোগে বাংলাদেশি শ্রমিকের গালে চড়-থাপ্পড় দেন গাড়ির মালিক। শ্রমিকের পোশাক পুরানো এবং দেখতে মলিন ছিল বলে মালিক এরকম আচরণ করতে পারেন বলে আমি মনে করি। কারওয়াশের মজুরি পরিশোধ করার পরিবর্তে নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসা ও নোংরা করার অভিযোগে ১ হাজার রিংগিত (প্রায় ১৮ হাজার টাকা) দাবি করেন ওই গাড়ির মালিক।
আরেকটি পোস্টে আতিয়ার লিখেছেন, চড়-থাপ্পড়ে শ্রমিকের নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। অবস্থা খারাপ হলে তাকে সুংগাই বুলুহ হাসপাতালে নেওয়া হয়।
এক্সরে করার পর চিকিৎসক বলেন, তার নাক ভেঙে গেছে। ওই সময় গাড়ির মালিক বাংলাদেশি শ্রমিককে দ্বিতীয়বারের মতো হামলা করেন। গোপন ক্যামেরা নষ্ট থাকায় এ দৃশ্য ধরা পড়েনি। তবে আমি মাটিতে পড়া রক্তের কয়েকটি ছবি নিয়েছি।
এ ঘটনায় মালয়েশিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। বেশিরভাগই ওই মালিকের শাস্তি দাবি করেছেন।
বাংলাদেশি ওই শ্রমিক ও গাড়ির মালিকের পরিচয় জানা যায়নি। কারওয়াশ দোকানের মালিকের পক্ষ থেকে এখনও কোনও মামলা করা হয়নি বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?
চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন
‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন
শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন