মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়ার বাংলাদেশিসহ ১৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন ও পৌরসভা পুলিশ। দেশটির পলাউ পেনাংয়ের বুকিত মারতাজাম কাঁচা বাজারে অভিযান চালিয়ে গত ৬ নভেম্বর তাদেরকে আটক করা হয়।
পেনাং রাজ্যের ইমিগ্রেশন বিভাগের মুখপাত্র খাজা বান্দে নাভাজ বলেন, “আটক অভিবাসীরা স্থানীয় একটি কাঁচা বাজারের ভেতরের বিভিন্ন স্থানে অবৈধভাবে স্টল বসিয়ে দীর্ঘদিন ধরে বেচাকেনা করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৬ নভেম্বর সকাল থেকে এ অভিযান চলে।”
নাভাজ বলেন, “ইমিগ্রেশন বিভাগ ও স্থানীয় পৌরসভার ২২ জন পুলিশ কর্মকর্তা ক্রেতা সেজে কাঁচা বাজারের ভেতর প্রবেশ করার পর সেখানে দুইটি মাছের, একটি ফলের স্টল এবং একটি হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। প্রথমে বাংলাদেশি, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার ১৯ জনের কাগজপত্র চেক করা হয়। তারমধ্যে ১৬ জনের কাছে মালয়েশিয়াতে বসবাস কিংবা ব্যবসা সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের সমস্ত মালামাল বাজেয়াপ্ত করা হয়।
আটককৃতদের ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন