মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিত
বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে মালেয়শিয়ার সরকার। আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ড. আহমেদ জাহিদ হামিদি।
জাহিদ হামিদি জানান, গতকাল শুক্রবার দেশটির মন্ত্রিপরিষদের বৈঠকে দেশটিতে গৃহস্থালি ও অন্যান্য কাজে বিদেশি শ্রমিক নেওয়া বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় মালেয়শিয়ার জনগণের উদ্দেশে উপপ্রধানমন্ত্রী বলেন, কোনো নিয়োগকারীর শ্রমিকের প্রয়োজন হলে দেশে অবস্থানরত বিদেশি শ্রমিকদের মধ্য থেকে নিতে পারবেন। এমনকি যে বিদেশি শ্রমিকদের কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে তাঁদের মধ্য থেকেও শ্রমিক নিয়োগ দেওয়া যাবে।
এদিকে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইনের খবরে জানানো হয়, এ ঘোষণার মধ্য দিয়ে নিবন্ধিত ১৫ লাখ বাংলাদেশির মধ্য থেকে শ্রমিক নেওয়ার যে পরিকল্পনা ছিল আপাতত তা স্থগিত করেছে মালয়েশিয়া।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামাও উপপ্রধানমন্ত্রী হামিদিকে উদ্ধৃত করে খবরটি প্রকাশ করেছে। বারনামা জানিয়েছে, এক বৈঠকের পর দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি সব ‘সোর্স কান্ট্রি’ (জনশক্তি নেওয়ার জন্য মালয়েশিয়া সরকারের তালিকাভুক্ত দেশ) থেকে কর্মী নেওয়া স্থগিত রাখার এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘এখন আমাদের কত শ্রমিক প্রয়োজন, সে বিষয়ে সরকার সন্তোষজনক তথ্য না পাওয়া পর্যন্ত বিদেশ থেকে কর্মী নেওয়া স্থগিত থাকবে।’
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সরকার জানিয়েছিল, বাংলাদেশ থেকে ‘ঘোষিত’ ১৫ লাখ কর্মী নিচ্ছে না মালয়েশিয়া। এই ঘোষণার মাত্র একদিন আগে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল দেশটি।
সে সময় এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতো রিচার্ড রায়ত আনাক জায়েম বলেছিলেন, ‘মালয়েশিয়ায় ১৫ লাখ শ্রমিক আনার খবরটি সত্য নয়। প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের মন্ত্রণালয়ের রেজিস্ট্রি করা শ্রমিকের সংখ্যা, যারা বিশ্বব্যাপী ১৩৯টি দেশে কাজ করতে আগ্রহী।’
ওই সংবাদ সম্মেলনের পর মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি আশা প্রকাশ করে বলেছিলেন, মালয়েশিয়া বিশেষত, দেশটির তরুণরা সরকারের সিদ্ধান্তে সাড়া দেবেন এবং বিদেশিদের কাছে থাকা কাজগুলোতে নিজেরা অংশ নিয়ে দেশের অর্থনীতির অগ্রযাত্রায় অবদান রাখবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন