মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি হতাহত
মালয়েশিয়ায় বেড়াতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জয়নব আবেদীন (৩০) নামে এক বাংলাদেশি নারী। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের মতিউল হাসান (৪০), মেয়ে মেহের (৯) ও ছোট মেয়ে মানহা (৫)। গত ১৭ ফেব্রুয়ারি লাংকাবি পান্তাই কোপ নামক এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় লাংকাবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, লাংকাবি জেনারেল হাসপাতাল থেকে দূতাবাসে ফোন করে দুর্ঘটনার বিষয়টি আমাদেরকে জানানো হয়।
তারা আরও জানায়, তাদেরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে জয়নব আবেদীন ঘটনাস্থলেই মারা যান। মতিউল হাসান ও তার মেয়ে মেহেরকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তিন দিন পার হলেও বাবা মেয়ের শংকা কাটেনি। ছোট মেয়ে মানহার অবস্থাও আশঙ্কাজনক।
দুর্ঘটনায় আহত মতিউল হাসানের পরিবারের সঙ্গে কথা হয় দূতাবাস কর্মকর্তাদের। জয়নব আবেদীনের লাশ পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুরুতর আহতদের সুস্থ হওয়ার আগ পর্যন্ত দেশে পাঠানো যাচ্ছে না বলে দূতাবাসের ওই কর্মকর্তা জানান। ঢাকার উত্তরার বাসিন্দা মতিউল হাসান সপরিবারে বেড়াতে আসেন মালয়েশিয়ায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন