মালয়েশিয়া কারাগারে বিপুলসংখ্যক বাংলাদেশি বন্দীদের মধ্যে মৃত ১৭
মালয়েশিয়ার কারাগারে গত দুই বছরে ১৭ জন বাংলাদেশি মারা গেছেন। ভাগ্য ফেরানোর স্বপ্নে বিভোর হয়ে তারা বিদেশে কর্মসংস্থানের আশায় মানব পাচারকারী চক্রের হাতে তুলে দিয়েছিলেন জমি বিক্রি বা বন্ধক রেখে আনা টাকা। পাচারকারীদের দেওয়া ভুয়া কাগজপত্র নিয়ে বিদেশে যাওয়া সম্ভব হলেও চাকরি নামের সোনার হরিণ তাদের কাছে ধরা দেয়নি।
মালয়েশীয় পুলিশের হাতে ধরা পড়ে সে দেশের জেলখানায় তাদের ঠাঁই হয়েছে। মালয়েশীয় কারাগারে দুই বছরে যেসব বাংলাদেশি মারা গেছেন তারা যে স্বাভাবিক মৃত্যুবরণ করেননি তা ফুটে উঠেছে সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্টে।
এতে বলা হয়েছে, মালয়েশিয়ার কারাগারে গত দুই বছরে ১৭ জন বাংলাদেশিসহ ১১৮ জন মারা গেছেন। যাদের ৫০ জনের মৃতের কোনো কারণ জানা যায়নি। বাদবাকি যারা অসুস্থ হয়ে মারা গেছেন তারাও নানা পর্যায়ে নির্যাতনের শিকার হয়েছেন। মালয়েশিয়া কারাগারে বিপুলসংখ্যক বাংলাদেশি বন্দী রয়েছেন। অবৈধভাবে বিদেশে গিয়ে বন্দী হওয়া বাংলাদেশির সংখ্যা কয়েক হাজার বলে ধারণা করা হয়। অবৈধভাবে বিদেশে যাওয়ার কসরত চালাতে গিয়ে এ পর্যন্ত কত বাংলাদেশি প্রাণ হারিয়েছেন তার সঠিক তথ্য-উপাত্ত জানা সত্যিকার অর্থে কঠিন। তবে ট্রলারে করে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে শত শত হতভাগ্য বাংলাদেশিকে যে প্রাণ হারাতে হয়েছে তা বিভিন্ন সংবাদ সংস্থা এবং মানবাধিকার সংস্থাগুলোর কল্যাণে বিশ্ববাসীর জানা।
পাচারকারীরা পাচারের শিকার হতভাগ্য যুবকদের একাংশকে জিম্মি করে মুক্তিপণ আদায় করেছে তাদের পরিবারের কাছ থেকে। এদের একাংশকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে থাইল্যান্ড ও মালয়েশীয় মাছ ব্যবসায়ীদের কাছে। মালয়েশিয়ার কারাগারগুলোতে বন্দীদের মৃত্যুর ঘটনা নিয়ে রয়টার্স যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে স্পষ্টভাবে অনুমান করা যায় যারা অবৈধভাবে সে দেশে গেছেন, তারা শুধু কারাগারেই ঠাঁই পাচ্ছেন না, নির্যাতনেরও শিকার হচ্ছেন। আমরা আশা করব বিদেশের কারাগারে বন্দী বাংলাদেশিদের দেশে ফেরত আনার ব্যাপারে সরকার ত্বরিত পদক্ষেপ নেবে। বিশেষত মালয়েশিয়ার কারাগারে যারা বন্দী আছেন তাদের দেশে ফিরিয়ে আনতে সে দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন