মালয়েশিয়া থেকে ৩৫ বাংলাদেশি ফিরছেন কাল

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার আরো ৩৫ বাংলাদেশি নাগরিক দেশে ফেরত আসছেন আগামীকাল বৃহস্পতিবার।
আজ বুধবার মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) শাহিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
অবৈধ পথে মালয়েশিয়ায় যাওয়া ৭১৬ বাংলাদেশিকে উদ্ধার দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ১০ দফায় দেশে ফিরেছেন ৬৫৪ জন। এরই ধারাবাহিকতায় কাল ফিরছেন আরো ৩৫ জন।
দূতাবাসের ওই কর্মকর্তা আরো জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৮৭-এর একটি ফ্লাইটে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ০৫ মিনিটে কুয়ালালামপুর ছাড়বেন ৩৫ বাংলাদেশি। সকাল ৭টা ৫ মিনিটে তাঁদের বিমানটি ঢাকায় অবতরণের কথা রয়েছে।
শাহিদা সুলতানা জানান, যাঁরা ফিরবেন তাঁদের নাম হলো শাহীন (২৩), হাসান মোড়ল (৩৪),আকতার হোসেন (৪৪), মোহাম্মদ রহিম (৩৫), মোহাম্মদ মোকতার (১৯), মোহাম্মদ সাবের (১৯), লিটন (২০), আশিক (১৬), তাজুল ইসলাম (২৯), সায়েদ কাশিম (১৯), মোহাম্মদ আশরাফুল ইসলাম (২৮), আশিকুল ইসলাম (২০), আনোয়ার (১৭), শিপন মোল্লা (২৫), তারিক রহমান (৩২), ইউসুব আলী (২৬), বাদল শরীফ (৪০), মিরাজু ইসলাম (১৬), রেজাউল (২৫), জসিম (২২), হাসমত (২৮), আব্দুল আলিম (২৩), গাফফার (৩২), মিজান (৪০), মোহাম্মদ বাবুল হাওলাদার (৩০), হাবিব (৫৫), আবু বক্কর সিদ্দিক (৩৮), আব্দুল্লাহ (৪০), মোহাম্মদ মাসুদ রানা (২১), আল আমিন (২৫), ওসমান (২১), রিপন (১৮), অঞ্জন (২০), বুরহান উদ্দিন (২৪) ও মোহাম্মদ মোস্তফা (২৪)।
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে চলতি বছরের ১১ মে লংকাবি দ্বীপ উপকূল থেকে উদ্ধার হন ৭১৬ বাংলাদেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন