মাশরাফিকে ইংলিশ সাংবাদিক এ কেমন অদ্ভুত প্রশ্ন করলেন..!!
দ্বিতীয় ম্যাচের হার যে শুধু ইংলিশ ক্রিকেট দলের ইগোতে লেগেছে তা নয়, লেগেছে সেদেশের সাংবাদিকদের অহমেও। নইলে মাশরাফি বিন মুর্তজাকে কেনো ইংলিশ সাংবাদিক এমন অদ্ভুত প্রশ্ন করে বসবেন, ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের কাছে ‘স্যরি’ বলবেন কি না তিনি! জবাব দিতেও সময় নেননি টাইগার অধিনায়ক মাশরাফি। সোজা জানালেন, ‘আমরা তো ভুল কিছু করিনি, তাহলে স্যরি বলব কেন?’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২ অক্টোবর বুধবার ইংল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের ‘ফাইনাল’। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা আনে টাইগাররা। তৃতীয় ও শেষ ওয়ানডেটা তাই সিরিজ নির্ধারণী। তার আগে চট্টগ্রামের বৃষ্টি ভেজা পরিবেশেও পাওয়া যাচ্ছে বারুদের গন্ধ। ঢাকার ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৃষ্ট উত্তেজনা বইছে আকাশে বাতাসে।
আরো পড়ুনঃ–এরপরও মাশরাফিকে ‘স্যরি’ বলতে হবে কেন?
মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেই অদ্ভুত প্রশ্নটা করে বসেন ইংল্যান্ড থেকে উড়ে আসা স্কাই স্পোর্স্টসের সাংবাদিক টিম আব্রাহাম। মিরপুরে বাটলারের আউটের পর যা কিছু হল, বাংলাদেশের দুই খেলোয়াড়ের জরিমানাও হল, তার জন্য মাশরাফি অনুতপ্ত কি না।
বাউন্সারের জবাবে ডাক না করে প্রবল হুকে ছক্কা মারের মাশরাফি। যেমন তিনটি ছক্কা ৩৪ রানের ওই জয়ের দিনে মেরেছেন ইংলিশ বোলারদের। ‘আমরা তো ভুল কিছু করিনি, তাহলে স্যরি বলব কেন?’ অসাধারণ ব্যক্তিত্বটা তুলে ধরে মাশরাফির ব্যাখা, ‘স্যরি বলার তো কিছু নেই। সেদিন আমরা একটা আউটের পর তা শুধু উদযাপন করেছি। ওখানে কি ঘটে না ঘটে তা দেখার জন্য ম্যাচ রেফারি ছিলেন। আরেকবার বলছি, আমরা শুধু একটা আউট উদযাপন করেছি মাত্র।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন