মাশরাফিকে জরিমানার পর আইসিসির প্রশংসা!
ইংল্যান্ডের অধিনায়ককে বাটলারকে এলবিডব্লিউ করার পরই উল্লাসে মেতে ওঠে মাশরাফির দল। তবে আইসিসির চোখে ওই উদযাপন ‘সীমালঙ্ঘন’ করে। আর তা প্রমাণে বিধিও হাজির করেছে আইসিসি! মাশরাফি ও সাব্বিরের ম্যাচ ফিয়ের ২০ শতাংশ কেটে নিয়েছে আইসিসি!
আবার এই আইসিসিই প্রশংসা করেছে মাশরাফির লড়াকু মানসিকতার। ব্যাট হাতে ২৯ বলের ৪৪ রান করার পর, বল হাতে একে একে ফিরিয়েছেন, রয়, ভিনস, স্টোকস ও বলকে। দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচসেরা তিনিই!
নিজস্ব টুইটারের অফিসিয়াল পেজে মাশরাফির প্রশংসা করেছে আইসিসি। আইসিসি টুইট করেছে, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কঠিন লড়াই করেছেন মাশরাফি। কী দারুণ পারফরম্যান্স, মুর্তজা!
গতকাল সোমবার ব্যাট হাতে লড়াই করেছেন মাশরাফি। তাঁর ২৯ বলে ৪৪ রানের ইনিংসটি কেবল সম্মানজনক স্কোরই গড়েনি, বরং ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে পুঁজিও এনে দেয়। বল হাতে ছিলেন অসাধারণ। শুরুতেই তিন উইকেট নিয়ে ধসিয়ে দেন স্টোকসদের। অধিনায়ক মাশরাফি ছিলেন এমনই অনন্য।
বল হাতে নিয়েছেন চার উইকেট। শুরুতেই ফিরিয়েছেন রয়, ভিনস, স্টোকসকে। শেষ উইকেট জুটিতে বল ও রশিদ বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। বলকে ফিরিয়ে সে জুটি ভেঙে জয় নিশ্চিত করেন মাশরাফিই!
চার উইকেট, রানে ফেরা এত কিছুর পরও ম্যাচের শেষে শুনতে হয়েছে সাজার কথা। আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে মাশরাফি ও সাব্বিরকে জরিমানা করেছে আইসিসি। অন্যদিকে বাটলারকে তিরস্কার করেছে আইসিসি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন