মাশরাফিকে ১৯৫ রানের বড় লক্ষ্য দিল সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ঢাকা পর্বের শেষ মাচে কুমিল্লার বিপক্ষে ১৯৪ রান সংগ্রহ করেছে ঢাকা। ফলে এবারের আসরে প্রথম জয় পেতে কুমিল্লার করতে হবে ১৯৫ রান।
টসে হেরে ব্যাট করতে নেমে মারকুটে ওপেনার মেহেদি মারুফের ৬০ ও নাসির হোসেনের ৪৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৪ রান করে ঢাকা ডায়নামাইটস।
দুই ওপেনার মেহেদি মারুফ ও কুমার সাঙ্গাকারা ৩৩ রানের জুটির পর দ্বিতীয় উইকেটে মেহেদি ও নাসির ৮৪ রানের জুটি গড়েন।
মারমুখী ভঙ্গিতে খেলে টুর্নামেন্টে দ্বিতীয় ফিফটি তুলে নেয় মেহেদি। ৩৯ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৬০ রান করেন।
এছাড়া ৩৫ বলে পাঁচটি চারে ৪৩ রান করে আবারো নিজের প্রতি সুবিচার করেছেন নাসির হোসেন।
শেষদিকে অধিনায়ক সাকিব আল হাসানের দুই ছয় ও এক চারে ১৩ বলে ২৪ রান দলকে বড় স্কোর গড়তে সাহায্য করে।
কুমিল্লার বোলারদের মধ্যে রশীদ খান তিনটি উইকেট নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন