মাশরাফিদের জন্য তামিমের শুভ কামনা
ঘরের মাঠে এশিয়া কাপের মূল পর্ব মাঠে গড়াচ্ছে ২৪ ফেব্রুয়ারি থেকে। অথচ এই আসরে খেলতে পারছেন না বাংলাদেশ দলের মারকুটে ওপেনার তামিম ইকবাল। এই মাসের শেষদিকে অথবা মার্চের প্রথম সপ্তাহে তাঁর সন্তানের পৃথিবীর আলো দেখার কথা। তাই সন্তান জন্মের সময়ে স্ত্রীর পাশে থাকতেই এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি।
নিজেদের মাটিতে এই আসরে খেলতে পারছেন না বলে তামিমের আক্ষেপ কম নয়। তবে নিজে না খেলতে পারলেও দলের জন্য শুভকামনা জানাতে ভুলেননি তিনি, ‘আমাদের এই দলটি এখন যথেষ্টই ভালো খেলছে। টি-টোয়েন্টিতেও আগের তুলনায় ভালো খেলছে দল। আমি খেলতে না পারলেও ঘরের মাঠে এই আসরে বাংলাদেশ ভালো করুক এই প্রত্যাশা করি। দলের জন্য আমার শুভ কামনা রইল।’
এশিয়া কাপে খেলতে না পারা প্রসঙ্গে এই বাঁ-হাতি ব্যাটসম্যান বলেন, ‘নিজেদের মাঠে এশিয়া কাপের মতো একটি আসরে খেলতে পারছি না এটা আমার জন্য সত্যিই খারাপ লাগার। কিন্তু বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি। যদি ন্যূনতম সুযোগ থাকত তাহলেও আমি এই টুর্নামেন্টে খেলতাম। তবে এই সময়ে স্ত্রীর পাশে থাকাটা খুবই জরুরি আমার জন্য।’
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলে গত বৃহস্পতিবার দুবাই থেকে দেশে ফেরেন তামিম। আজ শনিবার অথবা রোববারের মধ্যে তাঁর ব্যাংককে যাওয়ার কথা। সেখানে তাঁর মা ও স্ত্রী বেশ কিছুদিন ধরেই রয়েছেন।
পিএসএলে এই বাঁ-হাতি ওপেনারের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ছয় ম্যাচে ৬৬.৭৫ গড়ে ২৬৭ রান ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। তা ছাড়া তিনটি দুর্দান্ত অর্ধশতকও রয়েছে তাঁর।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন