মাশরাফিদের পারফরম্যান্স মূল্যায়নে নতুন প্রযুক্তি
প্রতিটি দেশের খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নের বিষয় থাকে। প্রতিটি ম্যাচ শেষেই পারফরম্যান্স মূল্যায়ন করে ভুল-ত্রুটি বের করে সেগুলো শোধরানোর ব্যবস্থা করা হয়, যাতে পরবর্তী ম্যাচে ভালো করা যায়। পারফরম্যান্স মূল্যায়নে পরিসংখ্যান নির্ধারণ করার জন্য অনেক প্রযুক্তিই বাজারে এসে গেছে। সে সব প্রযুক্তির মধ্যে সেরা যেগুলো আছে, সেগুলোর ব্যবহারও করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতিতে সেসব বেশ কাজেও লাগছে।
তবে এবার আরও উন্নতি প্রযুক্তির শরনাপন্ন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন এই প্রযুক্তি কেনার জন্য বোর্ডের অনুমতিও নিয়ে ফেলেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি নিজেই জানিয়েছেন, এই প্রযুক্তি এখন ব্যবহার করা হয় অস্ট্রেলিয়ান ক্রিকেটে। সেটাই এবার নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে।
বিসিবির বোর্ড সভা শেষে কী কী সিদ্ধান্ত হয়েছে- এসব বিষয়ে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, ` অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে আজকে। উল্লেখ্যযোগ্য হচ্ছে- বিসিবি ৫ বছরের কর্মপরিকল্পনা জন্য রস টার্নারকে একটি প্রস্তাব দেয়া হয়েছিলো। সেটা আজকে অনুমোদন করলাম। ম্যাচ পর্যালোচনা আমরা যে পদ্ধতিতে করতাম, এখন নতুন একটি সফটওয়্যার বেরিয়েছে। যেটা অনেক আধুনিক। আমরা আমাদের খেলোয়াড়দের পর্যালোচনা আগেও করতাম। এখন নতুন এই সফটওয়্যার কেনার ব্যাপারে বোর্ড থেকে অনুমোদন দেওয়া হয়েছে।`
কী সুবিধা হবে এই সফটওয়্যার ব্যবহারে? সেটাও জানালেন বিসিবি প্রেসিডেন্ট। তিনি বলেন, `ওই সফটওয়্যারে পৃথিবীর সমস্ত খেলোয়াড়রদের তথ্য আমরা পাবো। কার শক্তিশালী দিক কোনগুলো সব জানতে পারবো। কার দূর্বলতা কি, কে কোন ধরনের বলে রান করলো, কিভাবে আউট হলো সবকিছুই এর মাধ্যমে জানা যাবে। এটা আমাদের পরিসংখ্যানিক পরিকল্পনা করার সময় কাজে দেবে। এটা এখন শুধু অস্ট্রেলিয়াই ব্যবহার করে।`
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন