মাশরাফিদের সাফল্যে বিসিবির ‘মেজবান’
২০১৫ বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ৫-০ দিয়ে শুরু বাংলাদেশের সাফল্যের গল্প। এরপর বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল, ঘরের মাঠে টানা পাঁচ সিরিজ জয়। পাকিস্তান, ভারত ও দক্ষিন আফ্রিকার মতো দেশকে উড়িয়ে দিয়ে সহজেই সিরিজ জয়ের গল্পটা টাইগাররা আরো বর্ধিত করেছে। যদিও সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে জিততে না পারলেও দাপুটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ইংল্যান্ডকে টেস্ট হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এমন সাফল্যে আজ এক প্রীতি ভোজ ‘মেজবান’ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের ক্রিকেটের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্কিত সকলকেই এই ‘মেজবান’ এ আমন্ত্রণ জানানো হয়। সোমবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফসহ ক্রিকেট মহলের বিভিন্ন মানুষের পাশাপাশি ঢাকার সব ক্লাব, জেলা, বিভাগীয় পর্যায়ের ক্রিকেট সংগঠক, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রচারমাধ্যমের লোকজন এই ভোজে উপস্থিত ছিলেন।
খাওয়া-দাওয়া পর্বের আগে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, “গত কয়েক বছরে বাংলাদেশ দলের যত সাফল্য তার মূল কারিগরই ছিলেন আমাদের ক্রিকেটাররা। আমাদের সবার পক্ষ থেকে আমি তাদের শুভেচ্ছা জানাই। আশা করি তারা আমাদের জন্য আরও অনেক সাফল্য বয়ে আনবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন