মাশরাফিদের সামনে টানা সপ্তম সিরিজ জয়ের হাতছানি..!!
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সামনে টানা সপ্তম সিরিজ জয়ের হাতছানি। আজ জিতলেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতবে বাংলাদেশ। এটিই হবে টাইগারদের টানা সপ্তম ওয়ানডে সিরিজ জয়।
২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ। গত বছরের এপ্রিলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। জুনে ভারতের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে মাশরাফিরা। জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ২-১ ব্যবধানে সিরিজ জয় করে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা সিরিজের পর নভেম্বরে জিম্বাবুয়েকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে টাইগাররা। আর গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টাইগাররা জয় পায় ২-১ ব্যবধানে।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিততে পারেনি টাইগাররা।
ইংলিশদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচটিতে জয়ের কাছাকাছি গিয়েও শেষমেশ হেরে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় ছিনিয়ে এনেছে মাশরাফিরা। ফলে, সিরিজ এখন ১-১ সমতায়। তাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজকের ম্যাচটি পরিণত হয়েছে ‘ফাইনালে’।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন