‘মাশরাফির অবসরের পেছনে তৃতীয় কেউ কলকাঠি নাড়ছেন’

বাংলাদেশের সীমিত ওভার ক্রিকেটের সফল অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মুর্তজাকে টি২০ অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন নড়াইলবাসী।
মাশরাফির জন্মস্থান নড়াইলের ক্রিড়াপ্রেমীরা মাশরাফিকে পুনরায় টি২০ অধিনায়ক হিসেবে দলে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের রুপগঞ্জ প্রজন্ম চত্বরে ‘ক্রিকেটপ্রেমী নড়াইলবাসী’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ৩০ মিনিট নড়াইল-যশোর সড়ক অবরোধ করে রাখেন ভক্তরা।
মাশরাফি তুমি ফিরে এসো’, ‘বাংলার ক্রিকেটকে এখনো অনেক কিছু দেবার বাকি আছে তোমার’, ‘তুমি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক’ ইত্যাদি লেখা সম্বলিত ব্যানার নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অপরদিকে, একই দাবিতে নড়াইল পৌরভবনের সামনে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন- পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, সাংবাদিক কার্ত্তিক দাস, ব্যবসায়ী আসলাম খান লুলু, গিয়াস উদ্দিন খান ডালু, নিমায় চন্দ্র পাল, ক্রিড়াবিদ আব্দুর রশিদ মন্নু, নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল, মাশরাফির বন্ধু সাজু মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মাশরাফির অবসরের সিদ্ধান্তের পেছনে তৃতীয় কোনো ব্যক্তি কলকাঠি নাড়ছেন। বাংলাদেশের ক্রিকেট যখন বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হিসেবে দাঁড়াচ্ছে। দল যখন একটি স্থিতিশীল অবস্থায় এসেছে তখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই টি২০ ক্রিকেট দলের অধিনায়ক পদে ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফিকে ফিরে পাবার জোর দাবি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন