মাশরাফির কথাতেই আইপিএলকে গুরুত্বহীন মনে করছেন মুস্তাফিজ
শ্রীলঙ্কার মাটিতে পা রেখে মাশরাফি বিন মুর্তজা মুস্তাফিজকে পরামর্শ দেন দেশের জন্য ভালো কিছু করার জন্য। এ জন্য মুস্তাফিজকে আইপিএল ছাড়তেও বলেন তিনি।
মাশিরাফির কথাতেই বেশ পরিবর্তন মুস্তাফিজের মনে। এখন অনেকটাই আইপিএলকে গুরুত্বহীন মনে করেন মুস্তাফিজ। শ্রীলঙ্কা সফরেই আইপিএলের আগে দেশকে প্রাধান্য দিতে বলেছিলেন সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মুস্তাফিজকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
এবার সেই মুস্তাফিজই দেশের প্রয়োজনে আইপিএলে এবারের আসরে পুরোপুরি না খেলার ব্যাপারে ইঙ্গিত দিলেন। স্পোর্টস স্টার লাইভকে দেওয়ার সাক্ষাৎকারে কাটার মাস্টার বলেছেন, ‘আইপিএল থেকে অনেক কিছুই শিখেছি। কিন্তু এবার মনে হয় আমি পারবো না। যদিও বোর্ড থেকে অনুমতির অপেক্ষায় আছি।’
শ্রীলঙ্কা সফর শেষেই মে মাসে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ। আর এই সময়েই আইপিএল অনুষ্ঠিত হবে। তাই নিজের খেলা নিয়ে মুস্তাফিজ সংশয় প্রকাশ করলেন এভাবেই, ‘আমি জানি না কটি ম্যাচ খেলতে পারবো। যদি খেলি তারপরেও মে মাসের প্রথম সপ্তাহেই আমাকে ফিরতে হবে।’
কিছুদিন আগেই মাশরাফি আইপিএলকে প্রাধান্য না দিতে মুস্তাফিজকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন। একই কথা স্বীকার করলেন মুস্তাফিজও, ‘আমি ছন্দ ফিরে পাচ্ছি। তাই মাশরাফি ভাই আমাকে উপদেশ দিয়েছেন যাতে আমি আইপিএল এবার না খেলি। আমি তার কথাই গুরুত্বসহকারে ভাবছি।’
গতবার আইপিএল খেলে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জেতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন