মাশরাফির কাছে হেরেছে সাকিবের দল
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজকে সামনে রেখে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একটি প্রস্তুতিমূলক টি-২০ ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । এই প্রস্তুতিমূলক টি-২০ ম্যাচে ভালোই ব্যাটিং অনুশীলন সেরে নিলেন জাতীয় দলের দুই তারকা তামিম ইকবাল এবং নাসির হোসেন। এ দুই ক্রিকেটার এদিন স্ব-স্ব দলের হয়ে হাফ সেঞ্চুরির দেখা পান।
প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রস্ততিতে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটাররা দুই ভাগে বিভক্ত হয়ে একটি প্রস্তুতিমুলক টি-২০ ম্যাচে অংশগ্রহণ করেন। এ প্রস্তুতিমূলক টি-২০ ম্যাচে জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বধীন বিসিবি লাল দল। এদিন তারা মাত্র ৬ রানে হারিয়েছে সাকিব আল হাসানের বিসিবি সবুজ দলকে। যদিও জয়-পরাজয় ছাড়িয়ে ম্যাচটা শেষ পর্যন্ত প্রস্তুতির ক্ষেত্র হিসেবেই রূপ নিয়েছিল। মিরপুর শেরে বাংলায় মঙ্গলবার দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করে মাশরাফির লাল দল ৯ উইকেটে তোলে ১৩৬ রান। নাসির হোসেন ৪৩ বলে অপরাজিত ৫৭ রান করেন।
এছাড়া ইমরুল কায়েস ২৪ বলে ৩৪, মাশরাফি ১৪ ও রনি তালুকদারের ব্যাট থেকে আসে ১১ রান। সবুজ দলের তাইজুল ৩টি, সাকিব ২টি, জুবায়ের ও মুস্তাফিজ ১টি করে উইকেট পান। জবাবে মাত্র ১২ ওভারেই ১২৮ রান তুলে নেয় সাকিবের দল। তবে প্রস্তুতিতে ছাড় দিতে রাজি ছিলেন না বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাই সবুজ দলকে নতুন করে টার্গেট দেয়া হয় ২০ ওভারে ১৯৬ রান। সেই টার্গেট অবশ্য আর পাড়ি দেয়া হয়ে ওঠেনি সাকিবের দলের। ১৮৯ রান তুলতে সমর্থ হয় সবুজ দল।
তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের ব্যাটে মাত্র ৬ ওভারেই ৯২ রান তুলে ফেলে সবুজ দল। ঝড়ো ব্যাটিং করে আউট হওয়ার আগে তামিম ৩০ বলে করেন ৫২ রান। এছাড়া এনামুল ৩২ বলে ৪৮, সাকিব ২২ বলে ৪৩ ও আবুল হাসান রাজু ১৬ বলে অপরাজিত ২০ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর: বিসিবি লাল দল: ১৩৬/৯ (নাসির ৫৭*, ইমরুল ৩৪, মাশরাফি ১৪, রনি ১১; তাইজুল ৩/২৫, সাকিব ২/১৯, জুবায়ের ১/২৮, মুস্তাফিজ ১/২৮)
বিসিবি সবুজ দল: ১৮৯/৭ (তামিম ৫২, এনামুল ৪৮, সাকিব ৪৩, রাজু ২০*; সাব্বির ২/২২, নাসির ১/৩০, সানি ১/৩২, গাজী ১/৩৬)
ফল : বিসিবি লাল দল ৬ রানে জয়ী
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন