মাশরাফির চোখে সাকিব-মুস্তাফিজরা যেমন

বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার অন্যতম নায়ক তিনি। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে গত প্রায় দেড় বছরে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। সীমিত ওভারের ক্রিকেটে দলকে নেতৃত্ব দিতে গিয়ে একেবারেই কাছ থেকে দেখেছেন খেলোয়াড়দের। সেই দেখার আলোকে জাতীয় দলের সতীর্থ ১০ খেলোয়াড়ের নতুন নাম দিয়েছেন তিনি।
মাশরাফির চোখে সাকিব-মুস্তাফিজরা যেমন, ঠিক তেমনই নামকরণ করেছেন তিনি। তা ছাড়া খেলোয়াড়দের সামর্থ্য এবং তাদের খেলার ধরন বুঝেই তাদের এই নতুন নাম দিয়েছেন তিনি। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই নামগুলো জানিয়েছেন তিনি।
স্ট্যাটাসের শুরুতেই মাশরাফি লিখেছেন হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবালের নাম। এই মরকুটে ওপেনারের নতুন নাম দিয়েছেন ‘দ্য ডেস্ট্রয়ার’।
ওপেনিংয়ে তামিমের সতীর্থ আরেক ওপেনার সৌম্য সরকারের নাম দিয়েছেন ‘দ্য পাওয়ার হাউস’।
এরপরই লিখেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহর নাম। এই নির্ভরযোগ্য ক্রিকেটারকে তিনি নতুন নাম দিয়েছেন ‘দ্য সাইলেন্ট কিলার’। বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম নির্ভরতা মুশফিকুর রহিমের নাম দিয়েছেন ‘ইঞ্জিন’।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাশরাফির চোখে ‘অক্সিজেন’। আর তরুণ হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে তিনি বলেছেন ‘ট্রেডমিল’। ব্র্যাকেটে আবার লিখেছেন ‘রান মেশিন’।
বাংলাদেশর ক্রিকেটের নতুন সেনসেশন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান হলেন মাশরাফির চোখে ‘দ্য ফেনোমেনাল’।
এ ছাড়া পেসার তাসকিন আহমদকে ‘দ্য সেনসেশনাল’, আরেক পেসার আল আমিন হোসেনকে ‘দ্য এক্সপেনসিভ ডায়মন্ড’ এবং অলরাউন্ডার নাসির হোসেনকে বলেছেন ‘গিয়ার বক্স’। আর শেষে এক বাক্যে তিনি লিখেছেন, ‘নট টু ব্যাড, ইজেন্ট ইট?’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন