বুধবার, জুলাই ২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাশরাফির জন্য মিছিল, মানববন্ধন, ফেসবুকে হাহাকার

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচের ঘন্টা খানেক আগে হুট করে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি। তার অবসরের পিছনে বিসিবির প্রভাব ছিল বলে মনে করা হয়। টি-২০ ফরম্যাটে মাশরাফিকে আর অধিনায়ক হিসেবে দেখতে চাচ্ছিলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়কত্ব ছাড়ার জন্য চাপ দেওয়া হলে টি-২০ দল থেকেই সরে দাঁড়ান মাশরাফি।

হুট করে মাশরাফির বিদায়ে মর্মাহত দেশের ক্রিকেট প্রেমীরা। একই সঙ্গে ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উপর। মাশরাফিকে ফিরিয়ে আনতে আজ মিরপুর বিসিবির সামনে মানবদ্ধন ও মিছিল করেছে অসংখ্য ভক্তরা। তাদের ব্যানারে লেখা ছিল- মাশরাফি ভাইয়ের পদত্যাগ মানি না, মানবো না। তারা কোচ হাথুরাসিংহের পদত্যাগ দাবি করেন। ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতির উপর।

মাশরাফির অবসরে ফেসবুকে চলছে হাহাকার। সেখানে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বিসিবি সভাপতি ও কোচকে। আপেল মাহমুদ নামের একজন মাশরাফি ভক্ত লিখেছেন,‘ দয়া করে সিদ্ধান্ত বদলান মাশরাফি। টি-২০ দলেও আপনার অধিনায়কত্বের বিকল্প নেই।’

রিপন নামের আরেকজন লিখেছেন,‘মাশরাফির এই সিদ্ধান্তের পিছনে দুইজন। প্রথম জন বিসিবি সভাপতি ও দ্বিতীয় জন হলেন কোচ। আমরা মাশরাফির নয়, এই দুইজনের পদত্যাগ চাই।’

এদিকে শুক্রবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিসিবি ফুলের শুভেচ্ছা জানায় মাশরাফিরদের। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংবাদ সেশনে কথা বলেন বিসিবি সভাপতি, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

একই সোফার মাঝখানে বসেন মাশরাফি আর দুই পাশে বিসিবি সভাপতি ও মুশফিক। সেখানে নাজমুল হাসান আপন বলে,‘মাশিরাফি শুধু অধিনায়কত্ব ছেড়েছে। দল ছাড়েনি। তাছাড়া সে যদি ছেড়েই থাকে তাহলে প্রয়োজনে আমরা তাকে আবার ডাকব। সে ছাড়লেও আমরা তো তাকে এখনও ছাড়িনি।’

তবে বিসিবি সভাপতির এই কথায় যে মন গলবে না সেটা মাশরাফির কথাই স্পষ্ট। টি-২০ দলে তিনি যে আর ফিরবেন না সেটাই বলেই দিলেন,‘ কঠিন সময়ে বিসিবি আমার পাশে থেকেছে, এজন্য ধন্যবাদ। তবে আমি সিদ্ধান্তটা ভেবে চিন্তেই নিয়েছি। টি-২০ ছাড়ার এটাই উপযুক্ত সময় মনে করেছি। তবে আমি তো ওয়ানডে দলে এখনও আছি। কাজেই মাঠে তো দেখা তো হবেই। মজাও হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!