সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাশরাফির দলকে হারিয়ে শীর্ষে সাকিবের রংপুর

আগের দিন দুই দলেরই শেষ চার নিশ্চিত হয়ে গেছে। তাই রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানসের লড়াইয়ে অন্য উৎকণ্ঠা ছাপিয়ে মুখ্য হয়ে পড়েছিল মর্যাদার বিষয়টি। সেই মর্যাদার লড়াইয়ে রংপুর বিজয়ী। মাশরাফির কুমিল্লাকে ২১ রানে হারানোয় আপাতত বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে সাকিবের দল।

দশম ম্যাচ অর্থাৎ লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমে সপ্তম জয়ের দেখা পাওয়া রংপুরের সংগ্রহ ১৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা কুমিল্লার পয়েন্ট ১২।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৫৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে শুরু করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। সাকিব আল হাসানের করা প্রথম ওভারে ১০ রান তুলে নেন ইমরুল কায়েস। আরাফাত সানির করা তৃতীয় ওভারে আসে ১১ রান। ইমরুলের ঝড়ো ব্যাটিংয়ে চার ওভার শেষে স্কোর দাঁড়ায় ৪৫/০।

কিন্তু জাতীয় দলের বাঁ-হাতি ওপেনারের বিদায়ের পর খেই হারিয়ে ফেলে কুমিল্লা। ষষ্ঠ ওভারে বল করতে এসে প্রথম বলেই ইমরুলকে ফিরিয়ে দেন ড্যারেন স্যামি। অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়া করতে গিয়ে থার্ডম্যানে আরাফাত সানির হাতে ধরা পড়া ইমরুলের ২৪ বলে ৩৮ রানের আক্রমণাত্মক ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কা।

দলীয় ৪৮ রানে প্রথম ব্যাটসম্যান হিসেবে ইমরুলকে হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কুমিল্লা। আহমেদ শেহজাদ (১০) আর শুভাগত হোম (১২) একটি করে ছক্কা মেরে রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও আস্কিং রেট বেড়ে যাচ্ছিল লাফিয়ে-লাফিয়ে।

শেষ পাঁচ ওভারে পাঁচ উইকেট হাতে নিয়ে প্রয়োজন ছিল ৬৩ রান। তবে তখনো ক্রিজে শোয়েব মালিক আর আন্দ্রে রাসেলের মতো দুজন আক্রমণাত্মক ব্যাটসম্যান থাকায় আশায় বুক বেঁধেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস।

রাসেল (৯) অবশ্য কুমিল্লা-ভক্তদের প্রত্যাশা মেটাতে পারেননি। সাকিবকে ছক্কা মারার পরের বল তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন থিসারা পেরেরাকে। অধিনায়ক মাশরাফিও ছক্কা মারার পরের বলে ক্যাচ দিয়ে হতাশ করেছেন দলকে।

প্রতিপক্ষ ১৮ বলে ৪৩ রানের কঠিন লক্ষ্যের সামনে পড়ে গেলেও শোয়েব মালিক ছিলেন বলে রংপুর রাইডার্স ঠিক নিশ্চিন্ত হতে পারছিল না। ১৮তম ওভারে দুর্দান্ত বোলিং করে দলের দুশ্চিন্তা দূর করে দেন পেরেরা। সেই ওভারে কোনো রান না দিয়ে মালিকের (১৫) উইকেট পেয়ে যান শ্রীলঙ্কার এই অলরাউন্ডার। ১৮ রানে তিন উইকেট নিয়ে পেরেরাই রংপুরের সেরা বোলার। দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী ও সাকলাইন সজীব।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির