মাশরাফির নেতৃত্বে বিসিবি একাদশ ঘোষণা

৭ নভেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচে খেলবে সফরকারী জিম্বাবুয়ে একাদশ। আর ওই ম্যাচকে সামনে রেখে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফিকে নেতৃত্বে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৩ সদস্যের বিসিবি একাদশ দলটি মূলত জাতীয় দলের আদলেই করা হয়েছে। এই দলে খেলছেন জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত দলের ৫ ক্রিকেটার।
এছাড়া দলে সুয়োগ পেয়েছেন অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা শাহরিয়ার নাফীস। বেশকিছুদিন ধরে তিনি ব্যাট হাতে দারুন ফর্মে রয়েছেন। বিসিবি একাদশ স্কোয়াড: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শাহরিয়ার নাফিস আহমেদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি মারুফ, জুবায়ের হোসেন লিখন, সাঞ্জামুল ইসলাম, দেলোয়ার হোসেন, শফিউল ইসলাম, তৌহিদুল ইসলাম রাসেল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন