মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাশরাফির বিদায়ী ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারবে কি বাংলাদেশ? একাদশে আসছে পরিবর্তন!

এর আগের ম্যাচের টস করার সময়ই দিয়েছেন ঘোষণা। কলম্বোয় আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর এই ফরম্যাটে আর দেখা যাবেনা মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০টায় প্রেমাদাসা স্টেডিয়াম মাঠে নামবে টাইগাররা।

আজকের ম্যাচটি মাশরাফির টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ। ম্যাশের শেষটা জয় দিয়ে রাঙাতে মরিয়া হয়ে আছে সাকিব ও তামিমরা। একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে লঙ্কানদের কাছে ৬ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। এছাড়া আজ জিতলে টেস্ট এবং ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও ১-১ ব্যবধানে ড্র হবে। তাই জয়ের সব চেষ্টায় করবে টিম-ম্যানেজমেন্টও।

ওদিকে সিরিজ জিততে মুখিয়ে থাকা শ্রীলঙ্কা আজ হয়তো তাদের ‘উইনিং কম্বিনেশন’ ভাঙবে না। তবে বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের বদলে খেলানো হতে পারে মেহেদী হাসান মিরাজকে।

এমনটা হলে এই সফরেই ওয়ানডের পর টি-টোয়েন্টি অভিষেকটাও হয়ে যাবে এই অফ স্পিনিং অলরাউন্ডারের। পুরোনো পিঠের ব্যথা নতুন করে মাথাচাড়া দেওয়ায় আজ তামিমের খেলা নিয়েও আছে শঙ্কা।

অভিষিক্ত মো. সাইফুদ্দিন প্রথম ম্যাচে খারাপ করেনি। সেক্ষেত্রে তার খেলার সম্ভাবনা বেশি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, মো. সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ অথবা মিরাজ।

এদিকে টাইগার অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারবে কি বাংলাদেশ? এর উত্তরটা মিলবে আজ রাতেই। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরুর পর এই খেলাটি টিভিতে সরাসরি দেখা যাবে চ্যানেল নাইন, টেন ক্রিকেট, টেন-৩ চ্যানেলে। এবারের সফরে গলে প্রথম টেস্টে হারের পর কলম্বোয় দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছিলেন মুশফিক-সাকিবরা। তাতে নিজেদের শততম টেস্টের উপলক্ষটা জয় দিয়ে রাঙিয়ে রাখে বাংলাদেশ।

উপলক্ষ তো আজকের টি-টোয়েন্টি ম্যাচেও আছে একটা, মাশরাফির শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচটাও সেই কলম্বোতেই। টেস্ট হয়েছিল পি সারা ওভালে, আজকের ম্যাচ প্রেমাদাসায়। মিল তাই কম নয়।

তাহলে কি আজ ম্যাচটাও জিততে যাচ্ছে বাংলাদেশ? উত্তর রাতেই পাওয়া যাবে। তবে প্রথম ম্যাচ হারের পর অধিনায়ক মাশরাফি বলেছিলেন, টেস্টের মতো আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। যদি বাংলাদেশ জিতেই যায়, তাহলে কিন্তু টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হবে ড্র। তিন সিরিজেই থাকবে না কোনো সিরিজ জয়ী দল!

প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে তেমন একটা প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। লাসিথ মালিঙ্গা আর কুশল পেরেরার কাছেই হেরেছে সফরকারীরা। ইনিংসের দ্বিতীয় বলেই তামিক ইকবালকে বোল্ড করে বোলিংয়ে স্বাগতিকদের দারুণ সূচনা এনে দিয়েছিলেন মালিঙ্গা।

পরে আরেকটি উইকেট নিয়ে শ্রীলঙ্কার ইনিংসের সেরা বোলারও তিনিই। আর পেরেরার ৫৩ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংসে বাংলাদেশ ৬ উইকেটে ম্যাচ হেরেছে ৭ বল বাকি থাকতেই।

আগের ম্যাচ নিয়ে টি-টোয়েন্টিতে টানা আট ম্যাচে হেরেছে বাংলাদেশ। আজ বাংলাদেশ হারের বৃত্ত ভাঙতে পারে কি না, সেটাই এখন দেখার। পারলে তো মাশরাফিকে বিদায়ী উপহারও দেওয়া হয়ে যাবে!

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি