মাশরাফির ভিক্টোরিয়ান্সের সামনে ভাইকিংসের পাহাড় সমান রান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সূচি অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে লিগের চতুর্থ আসর। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৬২ রানের টার্গেট দিলো তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস।
গত ৪ নভেম্বর টুনামেন্টি শুরু হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়া ও বৃষ্টি জনিত করানে পিছিয়ে আজ মঙ্গলবার থেকে পুনরায় শুরু হয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ন্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টস হেরে ব্যাটিং পায় চিটাগাং।
চিটাগাংয়ের হয়ে ওপেনিং করতে নামেন দলটির অধিনায়ক তামিম ইকবাল ও ডোয়াইন স্মিথ। শুরুতেই ঝড় তুলে দুই ব্যাটস ম্যান। তবে ৫.৫ ওভারে ইমাদ ওয়াসিমের বলে মোহাম্মদ শরিফের তালুবন্দি হয়ে ৯ রান নিয়ে ফিরেন তিনি।
স্মিথের বিদায়ের পর এনামুল হক বিজয়কে সাথে নিয়ে দারুন খেলছিল তামিম। তুলে নিল এই আসরের প্রথম অর্ধশতক। ব্যাক্তিগত ৫৪ বিজয়ের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে বিদায় নিতে হয় তাকে। বিপিএলে নিজের সপ্তম অর্ধশত হাকাতে ৬ টি চার ও ২ টি ছয় হাঁকান বাঁহাতি এই ব্যাটসম্যান।
বিজয় ২২ , মালিক ৪২ (অপরাজিত) ও জহুরুল ২৯ (অপরাজিত) করেন রান। চিটাগাং নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। এতে বর্তমান চ্যাম্পিয়নদের সামনে ১৬২ রানের টার্গেট দাঁড়ায়। ম্যাচটি শুরু হবে বেলা দুইটায়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন, সনি, জিওট টিভি।
চিটাগাং ভাইকিংস
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, জাকির হোসেন, নাজমুল হোসেন মিলন, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবি ও টাইমাল মিলস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, মোহাম্মদ আল-আমিন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ শরীফ, সোহেল তানভীর, আসহার জাইদি, ইমাদ ওয়াসিম ও মারলন স্যামুয়েলস।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন