মাশরাফির মত কোনো বোলার এখনো আর পায়নি বাংলাদেশ: আশরাফুল

বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ইস্যুতে একটি বেসরকারি টিভির আলোচনা অনুষ্ঠানে আসেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। নানা কথার বাঁকে এখানে টাইগার দলনেতা মাশরাফিকে নিয়েও কথা বলেছেন আশরাফুল।
এখানে আশরাফুল বলেছেন, আমি যখন আইপিএল খেলতাম তখন টিম মিটিংয়ে মাশরাফিকে নিয়ে আলোচনা হত। তিনি বলেন, বোলারদের ও ব্যাটসম্যানদের দেখানো হত মাশরাফির বোলিংয়ের ভিডিও।
এই তথ্যটি এতদিন হয়তো আশরাফুলের স্মৃতিতেই ছিলো। বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে নানা কথা বলছিলেন আশরাফুল। এ সময় তিনি মাশরাফিকে নিয়ে কথা বলতে এই এ বিষয়ে জানান। অনুষ্ঠানে তিনি মাশরাফির বোলিংয়ের নানা কোয়ালিটি ব্যাখ্যা করেন।
আশরাফুল বলেন, আমার মতে মাশরাফির মত কোনো বোলার এখনো আর পায়নি বাংলাদেশ। কাটার মুস্তাফিজের চেয়ে মাশরাফি সেরা বোলারও উল্লেখ করেন আশরাফুল। তিনি বলেন, আপনারা যতই কাটার বলেন না কেন মাশরাফির বলের বৈশিষ্ট্য অনন্যই।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন